Cvoice24.com


দেশে করোনায় আরো ৩২ জনের মৃত্যু, শনাক্ত ২৬১১

প্রকাশিত: ১০:১০, ৮ আগস্ট ২০২০
দেশে করোনায় আরো ৩২ জনের মৃত্যু, শনাক্ত ২৬১১

ফাইল ছবি।

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বান্থ্য অধিদফতর। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল তিন হাজার ৩৬৫ জনে। একই দিনে আরো দুই হাজার ৬১১ জনের দেহে করোনা শনা্ক্ত করা হয়ে বলে জানায় অধিদফতরটি। এখন পর্যন্ত শনাক্তের দিক থেকে মোট শনাক্তের সংখ্যা দুই লাখ ৫৫ হাজার ১১৩ জন।

শনিবার (৮ আগস্ট) দুপুরে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে সর্বশেষ এ তথ্য জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২৫ জন এবং নারী ৭ জন। এখন পর্যন্ত ২ হাজার ৬৫৫ জন পুরুষ এবং ৭১০ জন নারী মারা গেছেন।

নাসিমা সুলাতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫২৯টি নমুনা সংগ্রহ এবং ১১ হাজার ৭৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১২ লাখ ৪৯ হাজার ৫০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ২৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। ২৪ ঘণ্টায় এক হাজার ২০ জন এবং এখন পর্যন্ত এক লাখ ৪৬ হাজার ৬০৪ জন সুস্থ হয়েছেন।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, সারা বিশ্বে আজ শনিবার পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন এক কোটি ৯৫ লাখ ৪১ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৬২ লাখ ৭২ হাজার ৬৮৯ জন চিকিৎসাধীন এবং ৬৫ হাজার ১৫ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। করোনা থেকে এক কোটি ২৫ লাখ ৪৪ হাজার ৪৮০ জন সুস্থ হয়ে উঠেছেন।

-সিভয়েস/এসসি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়