Cvoice24.com

হাটহাজারীতে আহলে সুন্নাতের স্মরণ সভায় বক্তারা
আল্লামা নঈমীর তেজস্বী বক্তব্য বাতিলদের কম্পন ধরিয়ে দিত

প্রকাশিত: ০৩:২৯, ৯ আগস্ট ২০২০
আল্লামা নঈমীর তেজস্বী বক্তব্য বাতিলদের কম্পন ধরিয়ে দিত

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান বলেছেন, অসামান্য দ্বীনীজ্ঞানে পান্ডিত্যে অধিকারী ছিলেন শায়খুল ইসলাম, শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমী (রহ:)। তিনি ছিলেন সুন্নী অঙ্গনের প্রস্ফুটিত আলোকবর্তিকা। তাঁর যুক্তি নির্ভর জ্ঞানগর্ব তেজস্বী বক্তব্যে সুন্নী জনতা উদ্দীপ্ত ও অনুপ্রাণিত হয়েছিল। এছাড়া তাঁর বক্তব্য সমুদ্বয় বাতিল ফিরকার দুর্গে কম্পন ধরিয়ে দিত। 

শনিবার (৬ আগস্ট) বিকাল ৪টায় হাটহাজারী অদুদিয়া মাদ্রাসা মিলনায়তনে আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখা আয়োজিত সংগঠনের চেয়ারম্যান আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমী (রহ:) এর কর্মময় জীবন দর্শন শীর্ষক শেরে মিল্লাত স্বারক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে আল্লামা এম এ মান্নান এসব মন্তব্য করেন।  

আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার সভাপতি আল্লামা মীর হাছানুল করিম মুনিরীর সভাপতিত্বে এবং সংগঠনরে যুগ্ম-সম্পাদক মোহাম্মদ সাকুর মিয়া সঞ্চালনায় এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব পীরে তরিকত আল্লামা সৈয়দ মসিহুদ্দৌলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাতের কো-চেয়ারম্যান আল্লামা কাজী মঈনউদ্দীন আশরাফী ও প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’আতের মুখপাত্র অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার।

স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন চট্টগ্রাম উত্তর জেলা আহলে সুন্নাতের সহ-সভাপতি আল্লামা হাফেজ রুহুল আমিন, আল্লামা আবুল কালাম বয়ানী, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মুফতি জসিম উদ্দীন আলকাদেরী, যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আলী শাহ নেছারী, আল্লামা সিরাজুল ইসলাম চিশতি, মো. হারুন সওদাগর, আল্লামা জসিম উদ্দিন আবেদী, মাওলানা শেখ আরিফুর রহমান, মো. ইউসুফ, মাওলানা কাজী সৈয়দ আবু সাঈদ, কামাল পাশা চৌধুরী, মাওলানা সৈয়দ আবু তালেব, মাওলানা আবদুল মালেক, মাওলানা কাজী আবদুল করিম, মাওলানা আবদুল হামিদ আরজু, মাওলানা সৈয়দ তৈয়বুল আলম, তৌহিদুল আনোয়ার চৌধুরী ও সেকান্দর হোসেন মিয়া প্রমুখ।

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়