Cvoice24.com


সিএমএমে ভার্চুয়ালি ১৪০৭ জনের জামিন

প্রকাশিত: ১২:৩০, ৯ আগস্ট ২০২০
সিএমএমে ভার্চুয়ালি ১৪০৭ জনের জামিন

করোনা সংকটে সৃষ্ট ভার্চুয়াল কোর্টে শুনানির মাধ্যমে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত (সিএমএম) থেকে এক হাজার চারশ ৭ জন আসামি জামিন পেয়েছেন। এরমধ্যে এক হাজার দুইশ ৫৪টি জিআর মামলায় এক হাজার তিনশ ৮৫ জন এবং ২১টি সিআর মামলায় ২৩ জন আসামি জামিন পায়।

আদালত সুত্র জানায়, ১০ মে থেকে চলা পূরো ভার্চুয়াল কোর্টে মোট ৩ হাজার নয়শো ৯ টি মামলার শুনানি হয়। এর মধ্যে ১ হাজার ৭৫টি মামলায় এক হাজার চারশো ৭ জনকে জামিন দেয়া হয়। বাকী ২ হাজার পাঁচশ ২ মামায় কাউকে জামিন দেয়া হয়নি।

চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবুল কালাম আজাদ সিভয়েসকে বলেন, করোনা সংকট শুরুর পর যে ভার্চুয়াল কোর্ট সৃষ্ট হয় তাতে শুরু থেকে শেষ পর্যন্ত ৩ হাজার নয়শো ৯টি মামলায় ১ হাজার চারশো ৭ জন জামিন পেয়েছেন। বাকী মামলাগুলোই সন্তুষ্ট না হওয়ায় আদালত জামিন দেননি। যারা এখনও ওসব মামলায় কারাগারে আছেন।

উল্লেখ্য, সম্প্রতি ভার্চুয়াল  কোর্ট বাতিল করে একচুয়াল কোর্ট চালু করে সুপ্রিম কোর্ট।

সিভয়েস/এসএইচ/এসসি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়