Cvoice24.com


সিনহা হত্যা : পুলিশের চার সদস্য ৭ দিনের রিমান্ডে

প্রকাশিত: ০৭:২৪, ১২ আগস্ট ২০২০
সিনহা হত্যা : পুলিশের চার সদস্য ৭ দিনের রিমান্ডে

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় চার পুলিশ সদস্যের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার (১২ আগস্ট) টেকনাফের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহ্ এ আদেশ দেন।

তারা হলো- পুলিশের বহিস্কৃত কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আবদুল্লাহ আল মামুন ও এএসআই লিটন মিয়া। গত ৮ ও ৯ আগস্ট কক্সবাজার কারা ফটকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। সে সময় তারা গুরুত্বপূর্ণ তথ্য দেয়ায় দশ দিনের রিমান্ড চেয়ে ১০ আগস্ট আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) জামিল আহমদ।

বুধবার (১২আগস্ট) রিমান্ড আবেদন শুনানির জন্য ধার্য্য রাখেন আদালত। একই ঘটনায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দলাল রক্ষিতকে গত ৬ আগস্ট সাত দিনের রিমান্ড আদেশ দেয় আদালত। তাদেরকে এখনো রিমান্ডে নেয়া হয়নি।
 
প্রসঙ্গত, গত ৩১ জুলাই পুলিশের গুলিতে খুন হন সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় তার বড়বোন শারমিন শাহরিয়া ফেরদৌস পুলিশের ৯ জনকে আসামি করে টেকনাফ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ৫ আগস্ট হত্যা মামলা দায়ের করেন। যার টেকনাফ থানার মামলা নম্বর : ৯/২০২০, জিআর মামলা নম্বর : ৭০৩/২০২০। মামলাগুলো তদন্ত করছে র‍্যাব।

কক্সবাজার প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়