Cvoice24.com


সাতকানিয়ায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ১১:০৪, ১২ আগস্ট ২০২০
সাতকানিয়ায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

সাতকানিয়ায় বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগষ্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চরতির দুরদুরি গদার গুনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম হাজী নুরুল কবির (৭০)। তিনি চরতি ইউনিয়নের ৬নং ওয়ার্ডেও মধ্য দূরদূরি এলাকার মৃত আলী মিয়ার ছেলে।

চরতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ রেজাউল করিম বলেন, দুরদুরি গদার গুনা এলাকায় বাড়ির পাশে পাহাড়ে বাগানে কাজ করার সময় বন্যহাতির পাল থেকে দলছুট একটি হাতি এসে নুরুল কবিরকে আক্রমণ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। 

স্থানীয়রা জানান, গত এক সপ্তাহ ধরে হাতির একটি দল চরতি ইউনিয়নের পানি চরতি, সুইপুরা, গদারগুনা ও  দুরদুরিসহ বিভিন্ন এলাকায় তান্ডব চালিয়ে কৃষকের ফসল ও বাড়িঘরের ব্যাপক ক্ষতি সাধন করেছে। বারবার জনানো হলেও প্রশাসন এ বিষয়ে কোন ব্যবস্থা নেয়নি। ফলে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে মাদার্শা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে বিট কর্মকর্তাকে পাঠানো হয়েছে। বন্যহাতি এলাকা ছাড়া করতে বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা তৎপর রয়েছে।

সিভয়েস/জেডএইচ/এসএএস

সাতকানিয়া প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়