Cvoice24.com


বান্দরবানে পূরবী বার্মিজ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশিত: ১২:২৬, ২১ আগস্ট ২০২০
বান্দরবানে পূরবী বার্মিজ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

ছবি: সিভয়েস

বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পূরবী বার্মিজ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার  (২১ আগস্ট) বিকাল ৪টায় বার্মিজ বিগশপ স্টোর জুয়েল এর দোকান থেকে এই  অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

এ ঘটনায় পূরবী বার্মিজ মার্কেটে ২২টি দোকান পুড়ে প্রা‍য় আনুমানিক ২ কোটির মত ক্ষয়ক্ষতি হতে পারে বলে ব্যবসায়ীদের ধারণা।

সিনিয়র স্টেশন ফায়ার সার্ভিস কর্মকর্তা শাকরিয়া হায়দারের সাথে কথা বললে তিনি জানান, পূরবী বার্মিজ মার্কেটে আগুন লাগালে ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।  এই সময় আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সেনাবাহিনী কাজ করেছে। তবে তিনি জানান ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ভিত্তিতে আরো কমতে বা বাড়তে পারে।

জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা ,পৌর মেয়র ইসলাম বেবী, পরিষদ সদস্য লক্ষিপদ দাসসহ আরো অনেকে অগ্নিকাণ্ডে ঘটনাস্থল পরির্দশন করেন।

-সিভয়েস/এসসি

বান্দরবান প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়