Cvoice24.com


মিথ্যা ঘোষণায় স্টিল এনে ২১ লাখ টাকা শুল্ক ফাঁকির চেষ্টা

প্রকাশিত: ১৫:১৭, ২৭ আগস্ট ২০২০
মিথ্যা ঘোষণায় স্টিল এনে ২১ লাখ টাকা শুল্ক ফাঁকির চেষ্টা

ছবি: সিভয়েস

নিম্নমানের স্টেইনলেস স্টীল শীট ঘোষণায় উচ্চমানের ও উচ্চমূল্যের স্টেইনলেস স্টীল শীট আমদানি করে প্রায় ২১ লাখ টাকা শুল্ক ফাঁকির চেষ্টা করে স্টীলটেক ইন্ডাস্ট্রীজ লিমিটেড।

(বৃহস্পতিবার) সন্ধ্যায় চট্টগ্রাম কাস্টমসের এআইআর শাখার সহকারী কমিশনার সানজিদা অনুসূয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, 'গাজীপুরস্থ জাতীয় বিশ্ববিদ্যালয় ছয়দানার স্টীলটেক ইন্ডাস্ট্রীজ লিমিটেড নামের এক আমদানীকারক নিম্নমানের স্টেইনলেস স্টীল শীট ঘোষণায় একটি পণ্যচালান আমদানি করেন। যা খালাসের জন্য মেসার্স ট্রীম ট্রেড নামের একটি সিএন্ডএফ প্রতিষ্ঠান আবেদন দাখিল করেন। চট্টগ্রাম কাস্টমসের এআইআর শাখার কায়িক পরীক্ষায় আমরা দেখতে পাই, আমদানিকারক নিম্নমানের স্টেইনলেস স্টীল শীট ঘোষণায় উচ্চমানের ও উচ্চমূল্যের স্টেইনলেস স্টীল শীট আমদানি করে।

তিনি আরো জানান, 'আমদানিকৃত পণ্য খালাসের অপচেষ্টা করায় চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃক ১০টি ট্রেইলারসহ ২৫৬ মেট্রিক টন পণ্য আটক করা হয়েছে। চীন থেকে এ পণ্য আমদানি করা হয়েছে। এতে আমদানিকারক প্রায় ২১ লক্ষ টাকা শুল্ক ফাঁকির চেষ্টা করে। শুল্ক ফাঁকির বিষয়ে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

সিভয়েস/এসবি/এসসি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়