Cvoice24.com


প্রতারণার মাধ্যমে আড়াই বছর ধরে আইন পেশায়

প্রকাশিত: ১১:৩৫, ৩১ আগস্ট ২০২০
প্রতারণার মাধ্যমে আড়াই বছর ধরে আইন পেশায়

প্রতারণা মাধ্যমে আড়াই বছর ধরে আইন পেশায় রতন কুমার দাশ। অপর একজন আইনজীবীর লিন নম্বর ব্যবহার করেই তিনি বিচার প্রার্থীদের সাথে প্রতারণা করে আসছেন। 

আজ সোমবার (৩১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটি তাকে গ্রেফতার করেন। 

আইনজীবী সমিতি জানান, টাউট রতন কুমার দাসের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

জেলা আইনজীবী সমিতির পাঠাগার সম্পাদক মো. আলী আকবর সানজিক সিভয়েসকে বলেন, কয়েকদিন আগে থেকেই তাকে অনুসরণ করা হয়েছে। তার চলাফেরাই সন্দেহ হলেই তাকে অনুসরণ করা হয়। অবশেষে আজ সোমবার তাকে আটক করে তার ডাটা চেক করা হয় এবং সে প্রতারক ও টাউট হিসেবে প্রমাণিত হয়।

আইনজীবী মো. আলী আকবর সানজিক আরও বলেন, টাউট রতন কুমার দাস অন্যের লিন নম্বর ব্যবহার করে আড়াই বছর ধরে আইন পেশায় আছেন। অথচ সে একজন টাউট, আইনজীবী নন।

উল্লেখ্য, আদালত পাড়ায় জেলা আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। এ অভিযানে গত সপ্তাহে ফাহাদ খান নামের একজন টাউটকেও আটক করা হয়।

-সিভয়েস/এসএইচ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়