Cvoice24.com


করোনাকালে ফ্রি মেডিকেল ক্যাম্প সেবার অনন্য দৃষ্টান্ত: আ জ ম নাছির

প্রকাশিত: ১২:৩৫, ১১ সেপ্টেম্বর ২০২০
করোনাকালে ফ্রি মেডিকেল ক্যাম্প সেবার অনন্য দৃষ্টান্ত: আ জ ম নাছির

ছবি: সিভয়েস

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, চলমান করোনাকালে সাধারণ রোগীরা অনেকেই স্বাভাবিক চিকিৎসা সেবা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। এতে করে বিভিন্ন রোগের ক্রনিক রোগীসহ সাধারণ রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এমন সময়ে  দাঁড়িয়ে সামাজিক সংগঠন "কপোত মালা খেলাঘর আসর" ফ্রি মেডিকেল সেবা কার্যক্রম নিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছে। এ জন্য সংগঠনকে আন্তরিক ধন্যবাদ জানাই। সমাজের বিত্তবান ও বিভিন্ন প্রতিষ্ঠানেরও এ ধরণের মানবসেবামুখী কার্যক্রম নিয়ে এগিয়ে আসা উচিত।

শনিবার (১১ সেপ্টেম্বর) উত্তর নালাপাড়া সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘কপোত মালা খেলাঘর আসর’ আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায়  তিনি এ কথা বলেন।

কপোত মালা খেলাঘর আসর সভাপতি চৌধুরী জহির উদ্দিন মো বাবরের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক জুলফিকার আলী মুন্নার সঞ্চালনায় আলোচনা সভায় জহির আহমদ চৌধুরী, জাহাঙ্গীর আলম পারভেজ, সদরঘাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুন নূর,  এড. আবিদ হোসেন, ওয়াহিদ চৌধুরী আনিস, যুবলীগ নেতা সুমন দেবনাথ, শিল্পী তপন চক্রবর্তী, রোজী সাহা, জিনাত সুলতানা, শংকর দে,মনসুর আলী চৌধুরী বক্তব্য রাখেন।

এ সময় ক্রীড়াবিদ মো মহসিন সাজু, জয়ন্ত সেন, জাহিদ হোসেন টগর,পৃথ্বীরাজ ভট্টাচার্য, শফিক ওয়াহেদ রনি, আতিকুর রহমান তারেক, শান্তনু চৌধুরী, শাহেদ মো রুবেল,নিজাম উদ্দিন চৌধুরী, আলমগীর আলম, আনিসুর রহমান,  খোকন,উর্মি চৌধুরী, মৌ দত্তসহ সংগঠন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ফ্রি মেডিকেল সেবা কার্যক্রমে কার্ডিওলজি, গাইনী, শিশু রোগ ও মেডিসিন বিভাগীয় রোগীদের সেবা প্রদান করা হচ্ছে।


-সিভয়েস/এসসি

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়