Cvoice24.com


ভোক্তাধিকারের অভিযানে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ১১:২৬, ১২ সেপ্টেম্বর ২০২০
ভোক্তাধিকারের অভিযানে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: সিভয়েস

নগরীর কোতয়ালী ও বাক‌লিয়া থানা এলাকায় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের তদার‌কিমূলক অভিযান প‌রিচা‌লিত হয়। এ অভিযানে ৬টি প্রতিষ্ঠানকে খাদ‌্যদ্রব‌্যের গুণগত মান ও মেয়াদ না থাকায় এবং মেয়াদ বিহীন কাটা ঔষুধ ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ (শনিবার) সকাল ১০টা হ‌তে নগরীর দুইটি থানায় পৃথকভাবে তিনটি অভিযান পরিচালিত হয়। এ অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-প‌রিচালক মোহাম্মদ ফ‌য়েজ উল‌্যাহ্, সহকারী প‌রিচালক (‌মে‌ট্রো), পাপীয়া সুলতানা লীজা এবং চট্টগ্রাম জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।

জনস্বা‌র্থে নিয়মিত এ কার্যক্রম অব্যাহত থাক‌বে জানিয়ে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, 'কোতয়ালী থানার মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় ইকবাল রো‌ডের স্ব‌স্তি মে‌ডি‌সিন হল‌কে ৫ হাজার টাকা ও আর. এম. ফার্মেসীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।'

তিনি আরো বলেন, 'অস্বাস্থ্যকর খাবার বিক্রি এবং খাদ‌্যদ্রব‌্যের গুণগত মান ও মেয়াদ না থাকায় কোতোয়ালী থানা এলাকায় ম‌দিনার ফুল হো‌টেল‌কে ৫ হাজার টাকা ও পুরাতন ফিশা‌রি ঘা‌টের বিসমিল্লাহ্ হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে বাকলিয়া থানা এলাকায় অাবু জাফর রো‌ডের মাই‌লো বেকা‌রি এন্ড ব্রেড‌কে ১৫ হাজার টাকা, হো‌সেন ফুড এন্ড কোম্পা‌নি‌কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।'

-সিভয়েস/এসবি/এসসি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়