Cvoice24.com


দুর্নীতি মামলায় বদির বিচার শুরু

প্রকাশিত: ০৮:১২, ১৩ সেপ্টেম্বর ২০২০
দুর্নীতি মামলায় বদির বিচার  শুরু

অবৈধ সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রাম আদালতে হাজির হলেন সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি। ছবি : সিভয়েস

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে নিজ দখলে রাখা ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদুকের দায়ের করা একটি মামলায় টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদির বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) অভিযোগ গঠনের মাধ্যমে বিভাগীয় বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইসমাইল হোসেন এ আদেশ দেন। এসময় আদালতে উপস্থিত ছিলেন টেকনাফের বহুল আলোচিত-সমালোচিত সাবেক এমপি আব্দুর রহমান বদি।

আগামী ১৫ অক্টোবর সাক্ষ্যগ্রহণের মাধ্যমে মামলার পরবর্তী কার্যক্রম শুরু হবে উল্লেখ করে রাষ্ট্রপক্ষের কৌসুলি মেজবাহ উদ্দিন সিভয়েসকে বলেন, নানা কারণে আব্দুর রহমান বদির বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের করা মামলার বিচার শুরু হয়নি। অবশেষে আজ রোববার ১৩ অক্টোবর সেটি হয়ে গেল। এখন তার বিরুদ্ধে প্রথমে সাক্ষ্যগ্রহণ ও পরে যুক্তিতর্ক শুনানি অনুষ্ঠিত হবে। আশা করি এ মামলা দ্রুত নিষ্পত্তি হবে।

২০০৭ সালের ১৭ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক আবুল কালাম আজাদ দুদক আইনের ২৬/২ ও ২৭/১ ধারা অনুযায়ী আব্দুর রহমান বদির বিরুদ্ধে মামলাটি করেন। এর মধ্যে ২৬/১ ধারায় ৪৩ লাখ ৪৩ হাজার ৪৪৯ টাকা ৫৩ পয়সা সম্পদের তথ্য গোপন ও ২৭/১ ধারায় ৬৫ লাখ ৭০ হাজার ৪১৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে নিজ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।

বদির আইনজীবী রফিকুল আলম সিভয়েসকে বলেন, এক এগারোর সময় সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন আমার মক্কেল আব্দুর রহমান বদি। কারাগারে থাকতেই তার বিরুদ্ধে দুদক এ মামলাটি দায়ের করেন। পরবর্তীতে তিনি এ মামলা থেকে জামিন নেন এবং এখনো তিনি এ মামলায় জামিনে আছেন। চট্টগ্রামে এটিই তার বিরুদ্ধে একমাত্র মামলা। আর কোনো মামলা নেই। আশা করি আমার মক্কেল দুদকের এ মামলায় ন্যায় বিচার পাবেন।

আদালত সূত্র জানায়, আবুল কালাম আজাদের করা মামলা তদন্ত করে দুদকের আরেক উপ-পরিচালক আলী আকবর ২০০৮ সালে টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। উল্লেখ্য, বিভাগীয় বিশেষ জজ আদালতে বিচারক না থাকায় জেলা ও দায়রা জজ ইসমাইল হোসেন এ আদালতে ভারপ্রাপ্ত বিচারকের দায়িত্ব পালন করছেন।


সিভয়েস /এসএইচ/এসএইচ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়