Cvoice24.com


একাদশে ভর্তি কার্যক্রম শুরু

প্রকাশিত: ১২:০১, ১৩ সেপ্টেম্বর ২০২০
একাদশে ভর্তি কার্যক্রম শুরু

ফাইল ছবি

২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে আজ।  ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে। তবে ক্লাস হবে অনলাইনে।

রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে চলতি শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়।   

শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, স্কুল-কলেজ বন্ধের মধ্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে একাদশ শ্রেণিতে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য শুরু হবে অনলাইন ক্লাস। শিক্ষার্থীদের জন্য এ অনলাইন ক্লাস শুরু হবে অক্টোবরের প্রথম সপ্তাহে। এবং আগামী পহেলা অক্টোবর থেকে বাজারে একাদশের পাঠ্যবই পাওয়া যাবে। এবং শিক্ষাপ্রতিষ্ঠান খুললে শুরু হবে স্বাভাবিক ক্লাস।

নির্ধারিত ভর্তি ফি সমূহ:

মফস্বল (উপজেলা) এলাকায় অবস্থিত এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সেশন চার্জসহ ভর্তি ফি সর্বসাকল্যে এক হাজার টাকা। পৌর (জেলা সদর) এলাকার প্রতিষ্ঠানের জন্য দুই হাজার টাকা এবং মহানগর এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তিন হাজার টাকার বেশি আদায় করতে পারবে না।

উল্লেখ্য একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয় গত ৯ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত।

সিভয়েস/ আরএস/এসসি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়