Cvoice24.com


পাহাড় কেটে জেলে গেল ৪ ব্যক্তি

প্রকাশিত: ১৫:১৭, ১৪ সেপ্টেম্বর ২০২০
পাহাড় কেটে জেলে গেল ৪ ব্যক্তি

ক্যাম্পে পাহাড় কাটার অভিযোগে চার ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৪ সেপ্টেম্বর) উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল আহসান খান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উখিয়া জামতলী ৫ নং ওয়ার্ডের মৃত আমিরুজ্জামানের ছেলে অব্দুর রহিম, কক্সবাজার পৌরসভার ২ নং ওয়ার্ডের উত্তর নুনিয়ার ছড়ার মৃত আবুল কাশেমের ছেলে আব্দুর রহিম, ১৬ নং ক্যাম্পের এ/৩ ব্লকের ৪১১ নং ঘরের বাসিন্দা নূর আহম্মদের ছেলে মো. তোহা এবং পেকুয়া রাজাখালীর মৃত ছালামত উল্লাহর ছেলে মোঃ.কালাম হোসেন।

সন্ধ্যায় মেইল বার্তায় বিষয়টি জানিয়েছেন ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কমান্ডিং অফিসার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম।

এর আগে রবিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ১৬ নং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের সিআইসি অফিসের বিপরীত দিকে পাহাড় কাটাকালে হাতেনাতে তাদেরকে আটক করে ১৬ এপিবিএনের জামতলী ক্যাম্পের সদস্যরা। পরে উখিয়া উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ে নেয়া হলে তিনি তাদের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

কক্সবাজার প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়