Cvoice24.com


শান্তিনগর-দেওয়ানবাজারে দুই বেকারির বিরুদ্ধে বিএসটিআই'র মামলা

প্রকাশিত: ১১:০২, ১৫ সেপ্টেম্বর ২০২০
শান্তিনগর-দেওয়ানবাজারে দুই বেকারির বিরুদ্ধে বিএসটিআই'র মামলা

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন শান্তিনগর ও ডিসি রোড (পশ্চিম বাকলিয়া) দেওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে ২টি কারখানার বিরুদ্ধে মামলা করেছে পণ্যের মান প্রণয়ন এবং নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে বিএসটিআইয়ের কর্মকর্তা মো. আশিকুজ্জামান ও শিমু বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

বিএসটিআই'র মামলায় অভিযুক্ত কারখানা দু'টির প্রতিষ্ঠান হলো শান্তিনগর পেরেক ফ্যাক্টরির মোড় এলাকায় 'মের্সাস লাইট বেকারি' এবং ডিসি রোড দেওয়ান বাজার এলাকায় অবস্থিত  'বাংলাদেশ সুইটস্ এন্ড কনফেকশনারী বেকারি'। 

বিএসটিআইয়ের কর্মকর্তা মো. আশিকুজ্জামান সিভয়েসকে বলেন, অনুমোদন ছাড়া পাউরুটি, বিস্কিট, কেক ও বেকারি পণ্য তৈরি করে আসছিল  প্রতিষ্ঠানগুলো। আমরা তাদের কারখানায় অভিযান পরিচালনা করি। অনুমোদন না পাওয়া পর্যন্ত এই কারখানা দু'টি বন্ধের নির্দেশ দেয়া হয়েছে বলে যোগ করেন তিনি। 

এপি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়