Cvoice24.com


খাতুনগঞ্জে পেঁয়াজ আসলেও কমেনি দাম

প্রকাশিত: ০৮:৫৯, ১৭ সেপ্টেম্বর ২০২০
খাতুনগঞ্জে পেঁয়াজ আসলেও কমেনি দাম

দেশের সর্ববৃহৎ ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে পেঁয়াজ বোঝায় সারি সারি ট্রাক আসলেও দাম রয়েছে অপরিবর্তিত। 

ব্যবসায়ীরা বলছেন, আগের কেনা মাল গত রাতে এসেছে। আর বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম বলে এখনও কমেনি পেঁয়াজের দাম।   

আজ (বৃহস্পতিবার) সকালে দেশের বৃহত্তম ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জ সরেজমিনে দেখা যায়, সকালে পেঁয়াজের দাম ৬২ থেকে ৬৮ টাকা থাকলেও ক্রেতাশূন্য থাকায় দাম কমতে থাকে। দুপুর গড়াতে গড়াতে পেঁয়াজের দাম পড়ে ৬০ থেকে ৬৫ টাকায় গড়ায়। ব্যবসায়ীরা বলছেন পেঁয়াজের দাম নিম্নমুখী। ক্রেতা বাড়লে দাম টা ২ থেকে ৫ টাকা বড়তে পারে বলেও জানান।
 
এদিকে দুপুর গড়াতেই দেশের বৃহত্তম ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জ পেঁয়াজের ক্রেতাশূন্য।

গত (বুধবার) রাত ১২ টায় খাতুনগঞ্জে সারি সারি পেঁয়াজ বোঝায় ট্রাক প্রবেশ করতে দেখা যায়। খুব ব্যস্ত সময় পার করছিলেন দিনমজুরেরা। আড়ৎ পরিপূর্ণ করা হচ্ছে পেঁয়াজে। কিন্তু এত পেঁয়াজ আসা স্বত্বেও পেঁয়াজের দাম রয়েছে অপরিবর্তিত। 

মেসার্স আল আরাফাত ট্রেডার্সের স্বত্বাধিকারী আজগর আলী বলেন, 'পেঁয়াজের বাজার দাম অপরিবর্তিত আছে। গতকাল (বুধবার) ছিল ৬০ থেকে ৬৫ টাকা, আজও (বৃহস্পতিবার) দাম অপরিবর্তিত রয়েছে। কাঁচামাল ঘন্টায় দাম উঠানামা করে।'

খাতুনগঞ্জের সবচেয়ে বড় পেঁয়াজের মার্কেট হামিদ উল্যাহ খান মার্কেটের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস বলেন, 'ক্রেতা সংকটের কারণে পেঁয়াজের বাজার দর আজও (বৃহস্পতিবার) নিম্নমুখী রয়েছে। তবে দাম অপরিবর্তিত ৬০ টাকাতেই আছে। যদি ক্রেতা বৃদ্ধি পায় দাম হয়ত দু চার টাকা বাড়তে পারে।'

গত রাতে প্রচুর পেঁয়াজ বোঝায় ট্রাক আসলেও তিনি অস্বীকার করে বলেন, 'কয়েক ট্রাক মাল এসেছে। ভারত থেকে নতুন করে মাল আসেনি। আমাদের এ পাড়ে যা মাল ছিল তার থেকে দুই থেকে তিন গাড়ি মাল এসেছে। বাকি মাল অন্যান্য জায়গায় গিয়েছে। যার কারণে বাজার পেঁয়াজের বাজার দাম অপরিবর্তিত রয়েছে।'


সিভয়েস /আরএস

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়