Cvoice24.com


ইউপি নির্বাচন: তৃণমূলের ভোটে ফটিকছড়িতে আ.লীগের দুই প্রার্থী

প্রকাশিত: ১৮:২৭, ১৮ সেপ্টেম্বর ২০২০
ইউপি নির্বাচন: তৃণমূলের ভোটে ফটিকছড়িতে আ.লীগের দুই প্রার্থী

ফটিকছড়ির ১৪ নং নানুপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে আ.লীগের সাধারণ সম্পাদক মো. আজম এবং ১১নং সুয়াবিল ইউনিয়নে সুয়াবিল ইউনিয়ন আ.লীগের যুগ্ন আহবায়ক মো. জয়নাল আবেদিন নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে লড়তে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।  

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ও বৃহস্পতিবার  দলীয় চেয়ারম্যান প্রার্থী বাছাই করতে  পৃথক পৃথক আয়োজিত বর্ধিত সভায় কাউন্সিলরদের ভোটের মাধ্যমে তারা প্রাথমিকভাবে নির্বাচিত হন। 

তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের ভোটে প্রাথমিকভাবে নির্বাচিত এ তালিকা আগামী শনিবার তোলা হবে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায়৷ সেখানে অনুমোদনের পর এ তালিকা পাঠানো হবে জেলা আওয়ামী লীগের কাছে। এরপরেই আসবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা।


বর্ধিত সভায় আয়োজিত ওই ভোটে নানুপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে 
 ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. আজম পান ৪১ ভোট। অন্যদিকে  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  উপজেলা আ.লীগের সদস্য মো. নুরুন্নবী রওশন পান ৩১ ভোট। 

অপরদিকে সুয়াবিল ইউনিয়ন আ.লীগের যুগ্ন আহবায়ক মো. জয়নাল আবেদিন পান ১৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদন্ধী আ.লীগের মো. মহিউদ্দিন পান ১২ ভোট।


এ ব্যাপারে ফটিকছড়ি উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন মুহুরী বলেন, নানুপুর ও সুয়াবিল ইউপি নির্বাচনে নৌকার মাঝি বাছাইয়ে প্রথম ধাপ তৃণমুলে কাউন্সিলরদের প্রত্যক্ষভোটে সম্পন্ন হয়েছে। শনিবার উপজেলা আ.লীগের বর্ধিত সভার পর সেটি জেলা আ.লীগের কাছে পাঠানো হবে।

আলাদা এসব সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এটিএম পেয়ারুল ইসলাম, উত্তর জেলা আ.লীগ নেতা ফখরুল আনোয়ার, উপজেলা আ.লীগ নেতা  মুক্তিযোদ্ধা গোলাম রহমান, এম এ কাইয়ুম চেয়ারম্যান, নাজিম উদ্দিন মুহুরী, চেয়ারম্যান আবদুল হালিম, ফটিকছড়ি উপজেলা আওযামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন মুহুরী, সাংগঠনিক সম্পাদক কাজী মাহমুদুল হক, প্রচার সম্পাদক বোরহান আহমেদ, আবু তালেব চেয়ারম্যান প্রমুখ।

উল্লেখ্য আগামী ২০ অক্টোবর ফটিকছড়ির চার ইউনিয়নে নির্বাচনের তফশীল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। উপজেলার সুয়াবিল ইউপির পূর্ণাঙ্গ, নানুপুর ইউপি চেয়ারম্যান পদে এবং দুই ইউ.পি সদস্যের মৃত্যুতে খিরাম ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ও জাফতনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ইউ.পি সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
 ২৩ সেপ্টেম্বর মনোনয়ন জমা দানের শেষ তারিখ ও ৩ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

ফটিকছড়ি প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়