Cvoice24.com


চট্টগ্রামে আরও ৪৬ জন করোনায় আক্রান্ত

প্রকাশিত: ০৩:০৩, ২১ সেপ্টেম্বর ২০২০
চট্টগ্রামে আরও ৪৬ জন করোনায় আক্রান্ত

চট্টগ্রামে সর্বশেষ নমুনা পরীক্ষায় আরও ৪৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রামের সরকারি ও বেসরকারি ৭টি ল্যাবসহ কক্সবাজারের ল্যাবে ৭৩৮টি নমুনা পরীক্ষা হয়। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ৩১৫ জন।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের এ তথ্য জানা যায়।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৯১টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৭ জন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ৬ জন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৮৭টি নমুনা পরীক্ষায় ১৯ জন করোনা পজেটিভ পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৪১ জনের নমুনায় ৫ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।

শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৪টি নমুনা পরীক্ষা করে ৫ জন, ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ৬২টি নমুনা পরীক্ষায় ৮ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ল্যাবে দ্বিতীয় দিনের মতো ৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হিসেবে কেউ শনাক্ত হয়নি।

এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে চট্টগ্রামের ৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২ জনের নমুনায় নভেল করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৪৬ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৭৩৮টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৩৬ জন এবং উপজেলায় ১০ জন।

-সিভয়েস/এসবি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়