Cvoice24.com


চট্টগ্রামের ৫ ইউপিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী যারা

প্রকাশিত: ১৩:৩৭, ২৩ সেপ্টেম্বর ২০২০
চট্টগ্রামের ৫ ইউপিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী যারা

আগামী ২০ অক্টোবর অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদের নির্বাচনে চট্টগ্রামের ৫ ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি।

এর আগে বিএনপির নির্দেশিত পন্থায় মনোনয়ন পেতে তৃণমূল নেতাদের সুপারিশসহ এসব প্রার্থী কেন্দ্রে আবেদন করেন। তাদের আবেদন যাচাই বাছাই করে ২৩ সেপ্টেম্বর বিকেলে এ ৫ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে দলটি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, চট্টগ্রামের ফটিকছড়ি ইউনিয়নের সুয়াবিল ইউনিয়নে বিএনপির ধানের শীষ প্রতীক পেয়েছেন মো. ইয়াকুব, নানুপুর ইউনিয়নে জয়নাল আবেদিন। সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের মো. আসিফ আকতার। লোহাগড়া উপজেলার আধুনগর ইউনিয়নে মো. আবু নাসের চৌধুরী। লোহাগড়া ইউনিয়নে মো. খোরশেদ আলম শিকদার বিএনপির মনোনয়ন পেয়েছেন। আরও বেশ কয়েকটি ইউপিতে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি দলটি। তবে সেই সব ইউপির প্রার্থীগুলো দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে দলীয় সূত্র।

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়