Cvoice24.com


পাহাড় ধ্বসের আশঙ্কায় জেলা প্রশাসনের ১৯ আশ্রয় কেন্দ্র

প্রকাশিত: ১৪:২৩, ২৫ সেপ্টেম্বর ২০২০
পাহাড় ধ্বসের আশঙ্কায় জেলা প্রশাসনের ১৯ আশ্রয় কেন্দ্র

ছবি: সিভয়েস

চলমান ভারী বর্ষণে পাহাড় ধ্বসের আশঙ্কায় ১৯ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। পাহাড় ধ্বসে ঝুঁকি এড়াতেই শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা টিম নগরী চাঁন্দগাও,বাকলিয়া,আগ্রাবাদ ও কাট্টলী এলাকায় এই আশ্রয়কেন্দ্র প্রস্তুত করেন।

পাশাপাশি নগরীর ১৭ টি ঝুঁকিপূর্ণ পাহাড়সহ রেলওয়ের মালিকানাধীন কনকর্ড গ্রুপকে লিজ দেয়া ফয়স লেক সংলগ্ন অপদখলীয় অতি ঝুঁকিপূর্ণ পাহাড়ি বসতি এবং এশিয়ান উইমেন ইউনিভার্সিটি সংলগ্ন বায়েজিদ-ফৌজদারহাট সিডিএ লিংক রোড এলাকার ১৬টি পাহাড়ের বাসিন্দারা নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার জন্য জোরদার মাইকিং কার্যক্রম চালাচ্ছেন জেলা প্রশাসন।

আশ্রয়কেন্দ্র গুলো হলো, পাহাড়তলী বালিকা উচ্চ বিদ্যালয়, কোয়াড পি-ব্লক বিশ্ব কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফিরোজ শাহ কলোনী প্রাথমিক বিদ্যালয়, বায়তুল ফালাহ আদর্শ মাদ্রাসা, চট্টগ্রাম মডেল স্কুল এন্ড কলেজ,জালালাবাদ বাজার সংলগ্ন শেড, রউফাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়, রশিদিয়া রউফাবাদ আলিম মাদ্রাসা, মহানগর পাবলিক স্কুল, আল হেরা মাদ্রাসা, আমিন জুট মিল ওয়ার্কার্স ক্লাব, আমিন জুট মিলস নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, লালখানবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়, এবাদ উল্লাহ পন্ডিত সরকারী প্রাথমিক বিদ্যালয়, শহীদ নগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, কলিম উল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়, ওয়াইডব্লিওসিএ, শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয় ও মতিঝর্ণা ইউসেফ স্কুল।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তৌহিদুল ইসলাম সিভয়েসকে বলেন, নগরীতে এখন ভারী বর্ষণ চলছে। এর ফলে পাহাড় ধ্বসের আশংকা রয়েছে। পাহাড়ি মানুষের জানমালের ক্ষতির আশংকা রয়েছে। যার কারণে পাহাড়ি এলাকাগুলোতে নিরাপদে বাসিন্দাদের সরে যেতে মাইকিং করা হচ্ছে। নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে ১৯ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।

সিভয়েস/এসএইচ/এসসি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়