Cvoice24.com


দাম বেশি রেখে জরিমানা গুনলো 'কুটুমবাড়ি'

প্রকাশিত: ১১:১০, ২৮ সেপ্টেম্বর ২০২০
দাম বেশি রেখে জরিমানা গুনলো 'কুটুমবাড়ি'

মূল্য তালিকার চেয়ে বেশি দাম নেয়ায় নগরের ওয়াসা মো‌ড়ের কুটুমবা‌ড়ি রে‌স্তোরাঁ‌কে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোক্তার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এ জরিমানা করা হয়।

এছাড়া নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করে প্রতিষ্ঠানটি।

মূল‌্য তা‌লিকা প্রদর্শন না করায় ও মেয়াদোত্তীর্ণ দুধ রাখায় বাগ‌গোনা বাজা‌রের সে‌লিম স্টোর‌কে ৫ হাজার, হাইলে‌ভেল রো‌ডের লাইফ‌কেয়ার মে‌ডি‌সিন সেন্টার‌কে মেয়াদ বিহীন কাটা ঔষধ রাখায় ৫ হাজার টাকা, নিত‌্য প‌ণ্যের মূল‌্য তা‌লিকা প্রদর্শন না করায় বন্দর মেইন মা‌র্কেটের বাহার সওদাগরের দোকানকে ১ হাজার, তাজু সওদাগরের দোকান‌কে ১ হাজার এবং ইউসুফ সওদাগর‌কে ২ হাজার জরিমানা করা হয়। 


ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় এসব জরিমানা করা হয়। ধ্বংস করা হয় মেয়া‌দোত্তীর্ণ দুধ ও মেয়াদ বিহীন কাটা ওষুধ।


সিভয়েস/এমএন

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়