Cvoice24.com


ছাত্রদল নেতা শেখ রাসেল কারাগারে

প্রকাশিত: ০৯:০৮, ৪ অক্টোবর ২০২০
ছাত্রদল নেতা শেখ রাসেল কারাগারে

নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা ও বর্তমান পাঁচলাইশ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ রাসেলকে কারাগারে পাঠানো হয়েছে। 

রোববার (৪ অক্টোবর) দুপুরে মহানগর দায়রা জজ আশফাকুর রহমানের আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, উচ্চ আদালতের জামিন শেষ হলে ছাত্রদল নেতা শেখ রাসেল আদালতে আত্মসমর্পণ করেন।

বিষয়টি সিভয়েসকে নিশ্চিত করেন মহানগর পিপি (পাবলিক প্রসিকিউটর) ফখরুদ্দিন আহমদ। 

তিনি বলেন, উচ্চ আদালত কর্তৃক পাওয়া জামিনের মেয়াদ শেষ হলে শেখ রাসেল আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিন আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে তার করা জামিন আবেদন বিষয়ে আমরা আপত্তি জানায়। একপর্যায়ে আদালত আমাদের আপত্তি আমলে নিয়ে শেখ রাসেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্র জানায়, ২০১৯ সালে পুলিশ বাদী হয়ে শেখ রাসেলসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে কোতোয়ালি থানায় মামলাটি করেন।

-সিভয়েস/এসএইচ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়