Cvoice24.com


বান্দরবানে জনসংহতি সমিতির নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত: ১৩:৪৭, ১০ অক্টোবর ২০২০
বান্দরবানে জনসংহতি সমিতির নেতাকে গুলি করে হত্যা

বান্দরবানে বাচমং মারমা (৩৬) নামে জনসংহতি সমিতির এক নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার জামছড়ি বাজারে এ ঘটনা ঘটে।

নিহত বাচমং মারমা আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতির বাঘমারা শাখার নেতা ছিলেন। এছাড়া বাজারে তিনি পল্লী চিকিৎসক হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, একদল সশস্ত্র সন্ত্রাসী জামছড়ি বাজারে তার দোকানে গুলি করে হত্যা করে। এ ঘটনার পর ওই এলাকায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়েছে।

স্থানীয় ইউপি সদস্য ক্ল্যশৈমং মারমা জানিয়েছেন, জামছড়ি বাজারে দোকানে বসে থাকা অবস্থায় তাকে সন্ত্রাসীরা অতর্কিতভাবে এসে গুলি করে হত্যা করে। এ ঘটনার পর জামছড়ি বাজার এবং পাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আতংকে জামছড়ি বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দিয়েছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়