Cvoice24.com


বাকলিয়ার এক খুনে অংশ নেয় ৪০ জন!

প্রকাশিত: ১৮:৩৫, ১৬ অক্টোবর ২০২০
বাকলিয়ার এক খুনে অংশ নেয় ৪০ জন!

ঘর ভাড়া পরিশোধ নিয়ে মালিকের সাথে কথা-কাটাকাটি।একপর্যায়ে উপর্যপুরি হামলা। প্রথমে ৮-১০ জন, পরে হামলে পড়ে আরও ২০-৩০ জন।

ঠিক এভাবেই ঘর মালিক কসাই আক্তারের নেতৃত্বে হামলে পড়া ৪০ জনের ওই দলের উপর্যপুরি দায়ের কোপে নিহত হন ফিসারিঘাটের মাছ ব্যবসায়ী মো. তৈয়ব প্রকাশ তৈয়ব মাঝি। 

শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বাকলিয়ার বেড়া মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর রাত ১০টার দিকে ঘটনার সাথে জড়িত ৬ ব্যক্তিকে গ্রেফতারের কথা জানিয়েছেন
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন। তবে তাদের নাম পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।

এ ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনও কোনো মামলা দায়ের হয়নি বলেও জানান ওসি নিজাম উদ্দীন।

এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাকলিয়ার বেড়া মার্কেট এলাকায় তৈয়ব মাঝির সাথে ঘর মালিক কসাই আক্তার ও তার ঘরের ইনচার্জ হাসিনার সাথে কথা কাটাকাটি হয়। ঘটনার ঠিক এক ঘণ্টা পর মাছ ব্যবসায়ী তৈয়বের উপর হামলা করেন তারা।

খুনের শিকার তৈয়ব মাঝি কর্ণফুলীর শিকলবাহা এলাকার মাস্টার হাট এলাকার আহমদ মিয়ার সন্তান।

এদিকে এ ঘটনায় ঘর মালিক কসাই আক্তার, তার ভাই মুন্নাকে আসামি করে থানায় মামলা করবেন বলে জানিয়েছেন তৈয়ব মাঝির ভাতিজা ফিসারিঘাটের মাছ ব্যবসায়ী মো. হোসেন। 

মো. হোসেন সিভয়েসকে বলেন, কসাই আক্তারের সাথে ঘর ভাড়ার টাকা নিয়ে ঝামেলা ছিল আমার ভাতিজার। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে একপর্যায়ে ছেলের সামনেই ভাতিজা তৈয়ব মাঝির উপর হামলা চালানো হয়। 

দুই ছেলে ১ মেয়ে নিয়ে বেড়া মার্কেট এলাকায় কসাই আক্তারের ভাড়া ঘরে তৈয়ব মাঝি থাকতেন। তিনি লেবার দিয়ে ফিসারিঘাটে ফিশিং ট্রলার থেকে মাছ নামানোর কাজ করতেন বলেও জানান ভাতিজা মো. হোসেন

সিভয়েস /এসএইচ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়