Cvoice24.com


চবির আইই‌আরের সেশনজট নিরসনের দাবি শিক্ষার্থীদের

প্রকাশিত: ০৮:০৫, ১৮ অক্টোবর ২০২০
চবির আইই‌আরের সেশনজট নিরসনের দাবি শিক্ষার্থীদের

দীর্ঘমেয়াদি সেশনজট নিরসনের দাবিতে রেজিস্ট্রার বরাবর আবেদন জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের (আইই‌আর) শিক্ষার্থীরা। রবিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় আইই‌আরের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর এই আবেদন জানায়।

আবেদনপত্রে উল্লেখ করা হয়, ‘আমাদের ইন্সটিটিউটের একটি কোর্স ছাড়া বাকি কোর্সগুলোর ক্লাস শুরু হয়েছিল গত বছর (২০১৯) জুলাই মাসে। ওই বছরের ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার কথা থাকায় এক বছরের কোর্স আমরা ছয় মাসে শেষ করি। কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে কর্তৃপক্ষ আর পরীক্ষা নেয়নি। আগের বছরের রেজাল্ট বাকি আছে বলে জানুয়ারিতে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়। এরপর মার্চের ২৫ তারিখ পরীক্ষার দিন ধার্য করা হয়। কিন্তু ১৭ তারিখ থেকে করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। এখন এ বছর বিশ্ববিদ্যালয় না খুললে আমাদের ব্যাচ দীর্ঘমেয়াদি সেশনজটে পড়ে যাবে।’

আবেদনপত্রে আরো উল্লেখ করা হয়, এই অবস্থায় নিম্নোক্ত প্রক্রিয়ার কোন একটি অবলম্বন করে আমাদের শিক্ষাজীবন সচল ও রাখার ব্যবস্থা করতে হবে। ১. অনলাইনে দ্বিতীয় বর্ষের ক্লাস শুরু করে দিয়ে কোর্স শেষ করা। করোনা গেলে প্রথম বর্ষ পরীক্ষা দেওয়ার পরপরই দ্বিতীয় বর্ষের পরীক্ষা নেওয়া। অথবা ২. স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার ব্যাবস্থা করা অথবা অনলাইন এক্সামের ব্যাবস্থা করা। অথবা ৩. অটো প্রমোশনের ব্যবস্থা করা। এক্ষেত্রে পূর্ববর্তী ব্যাচগুলোর দ্বিতীয়, তৃতীয় ও ফোর্থ বর্ষের ফলাফলের ভিত্তিতে প্রথম বর্ষের ফলাফল দেওয়া।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম মনিরুল হাসান সিভয়েসকে বলেন, তাদের একটা আবেদনপত্র আমরা পেয়েছি। বিষয়টা খুবই সিরিয়াস। আমরা এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবো।

চবি প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়