Cvoice24.com


বান্দরবানে কাজু বাদামের চারা উৎপাদনের নার্সারি

প্রকাশিত: ১৪:৪২, ১৯ অক্টোবর ২০২০
বান্দরবানে কাজু বাদামের চারা উৎপাদনের নার্সারি

বান্দরবানে পাহাড়ের সম্ভাবনাময় ফল কাজু বাদামের চারা উৎপাদন শুরু করেছে বেসরকারি প্রতিষ্ঠান এল এ এগ্রো লিমিটেড। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে বান্দরবানের সুয়ালক ইউনিয়নে বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ মেহেদী মাসুদ কাজু বাদামের চারা উৎপাদনের এই নার্সারি পরিদর্শন করেন।  

এ সময় আরো উপস্থিত ছিলেন এল এ এগ্রো লিমিটেডের পরিচালক ইফতিকার সেলিম অগ্নি, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, বান্দরবান সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক, বান্দরবান হটিকালচারের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব সোনা মনি চাকমা প্রমুখ। 

পুষ্টি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ মেহেদী মাসুদ বলেন, পাহাড়ি এলাকা কাজু বাদাম চাষের জন্য উপযোগী। কাজু বাদাম চাষ লাভজনক। বহির্বিশ্বে এই বাদামের চাষ  অনেক বেশি। তাই কৃষি বিভাগ এই বাদাম চাষের আবাদ বাড়াতে চাই।

বান্দরবান প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়