Cvoice24.com


এবার বার্ষিক পরীক্ষা হচ্ছে না, অ্যাসাইনমেন্টে মূল্যায়ন

প্রকাশিত: ০৭:১৮, ২১ অক্টোবর ২০২০
এবার বার্ষিক পরীক্ষা হচ্ছে না, অ্যাসাইনমেন্টে মূল্যায়ন

করোনাভাইরাস মহামারীর কারণে এ বছর মাধ্যমিক স্তরে কোনো বার্ষিক পরীক্ষা নেওয়া হচ্ছে না। শিক্ষার্থীদের মূল্যবান করা হবে অ্যাসাইনমেন্টের মাধ্যমে। প্রতি সপ্তাহে এই অ্যাসাইনমেন্ট দেওয়া ও জমা নেওয়া হবে।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ৩০ কর্ম দিবসের একটি সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হচ্ছে। এই সিলেবাসের উপরে শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে একটি করে অ্যাসাইনমেন্ট নিজ নিজ স্কুলে জমা দিতে হবে। অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করা হবে। 

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়