Cvoice24.com


তিনদিনে ক্ষতি বাড়িয়ে নৌ ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত: ১২:২৭, ২২ অক্টোবর ২০২০
তিনদিনে ক্ষতি বাড়িয়ে নৌ ধর্মঘট প্রত্যাহার

চট্টগ্রামসহ সারাদেশে নদীপথে নৌ-যান শ্রমিকদের বেতন-ভাতাসহ ১১ দফা দাবিতে চলা ধর্মঘট তিন দিনের মাথায় প্রত্যাহার করা হয়েছে। 

মালিক-শ্রমিকপক্ষ ও সরকারের সাথে ত্রিপক্ষীয় আলোচনার পর নৌ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন শ্রমিকরা। বৃহস্পতিবার সন্ধ্যায় নৌ পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক থেকে এ ঘোষণা আসে। 

চট্টগ্রাম জেলা নৌশ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদের সহ-সভাপতি মো. নবী আলম বলেন, 'ঢাকায় আমাদের সংগঠনের নেতাদের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও মালিকপক্ষের বৈঠক হয়েছে। বৈঠকের সিদ্ধান্তে মালিকপক্ষ আমাদের খাদ্য ভাতা দিতে রাজি হয়েছে। এছাড়াও মালিকপক্ষ আসন্ন অক্টোবর থেকে জাহাজের ধারণ ক্ষমতা অনুযায়ী আমাদের খোরপোশ দিবে।'

শ্রমিকদের মতামতের ভিত্তিতে জানা যায়, বৈঠকে খাদ্য ভাতা (খোরপোশ) বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়। ছোট জাহাজগুলোর জন্য ১ হাজার টাকা, ১ হাজার থেকে দেড় হাজার টনের জাহাজের জন্য ১ হাজার ২০০ টাকা ও তার চেয়ে বড় নৌযানের জন্য দেড় হাজার টাকা খাদ্য ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয় বৈঠকে। এর ফলে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন শ্রমিকরা।

প্রসঙ্গত, নৌযান শ্রমিক ফেডারেশনের  ১১ দফা দাবি আদায়ে গত সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে এ কর্মবিরতি শুরু হয়েছিল।

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়