image

আজ, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০


কেজিতে নয় পোয়ায় সবজির বেচাবিক্রি

কেজিতে নয় পোয়ায় সবজির বেচাবিক্রি

বন্যা, বৃষ্টি ও সরবরাহ কম—এমন অজুহাতে লাগাম ছাড়া চট্টগ্রামের সবজির বাজার। সপ্তাহের ব্যবধানে  সব ধরনের সবজির দাম বেড়েছে কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা। স্থিতিশীল নেই মাছ-মাংসের বাজারও।

চাল, পেঁয়াজের সবজির দাম বাড়ায় হতাশ ক্রেতারা। তাদের অভিযোগ প্রশাসনের নজরদারির অভাবে সবজির বাজারেও সিণ্ডিকেট জেঁকে বসছে।

অন্যদিকে ব্যবসায়ীরা সরবরাহ কম ও অতিরিক্ত চাহিদাকেই কারণ হিসেবে দুষছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) নগরের কাজির দেউরি ও বক্সিরহাট বাজার ঘুরে  দেখা গেছে ক্রেতারা কেজিতে নয় পোয়া মাপেই সবজি কিনছেন।

সপ্তাহর ব্যবধানে সব সবজির দাম বেড়েছে কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা। 
কেজি প্রতি ২০ image টাকা বেড়ে ঝিঙা বিক্রি হচ্ছে কেজি প্রতি  ৯০ টাকা। গত সপ্তাহে ৬০ থেকে ৭০ টাকায় বেচা পটল আজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়, ৬০ টাকার চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৯০ টাকা, ৭০ টাকার করলা ৯০ থেকে ১০০ টাকা, ৭০ টাকার ঢেঁড়স বিক্রি হচ্ছে ৯০ টাকা, ৮০ টাকার বেগুন ১১০ টাকা,  বরবটি বিক্রি হচ্ছে ১০০ টাকায়,  গত সপ্তাহে যা বিক্রি হয়েছে প্রতিকেজি ৮০ টাকায়। 

শীতের সবজির দামে কেনা যেতে পারে মাংস।  ১৪০ টাকার বাঁধাকপি বেড়ে ১৬০ টাকা, ১৬০ টাকার সিম ২০০ টাকা, ফুলকপি ১৫০ টাকা, মূলা ৯০ টাকা, টমেটো ১৮০ টাকা।

দুই দফা দাম নির্ধারণ করেও লাগাম টানা যায়নি আলুর বাজারের। ৩০ থেকে টাকা পাইকারি বাজারের আলু খুচরা বাজারে বেচা হচ্ছে ৪৮-৫০টাকায়।


এদিকে বিভিন্ন সবজির দামে আগুন জ্বললেও দাম কমেছে লাউ, কাঁচা পেঁপে ও তিত করলার। সপ্তাহ ব্যবধানে ১০ টাকা কমে লাউ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ টাকা গত সপ্তাহে যার মূল্য ছিল প্রতিকেজি ৬০ টাকায়, কাঁচা পেঁপে ৫০ টাকা, একলাফে ৩০ টাকা কমে তিত করলা ৭০ থেকে ৮০ টাকায় বিক্রয় হচ্ছে।

স্থিতিশীল রয়েছে শসা, গাঁজরের দাম। শসা কেজি প্রতি ৮০ থেকে ১০০ টাকা, গাঁজর কেজিপ্রতি ১৮০ টাকা কেজি দামে বিক্রয় হচ্ছে। কেজিপ্রতি কাঁচামরিচের দাম বেড়েছে দ্বিগুনের চেয়ে বেশি। গত সপ্তাহে ১০০ টাকায় বেচা কাঁচামরিচ আজকের বাজারে বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৫০ টাকায়। 

গত সপ্তাহে পেঁয়াজের দাম বেশি থাকলেও এ সপ্তাহে পেঁয়াজের দাম তুলনামূলকভাবে কমেছে। দেশি পেঁয়াজ ৭০ টাকা, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৮০ থেকে ১০০ টাকায়। রসুন কেজিপ্রতি ১১০ টাকা ও আদা ১৭০ টাকা। 

প্রতি আঁটি মুলার শাক ৩০ টাকা, গত সপ্তাহে যা বিক্রি হয়েছে ২০ থেকে ২৫ টাকা। লালশাক ৩০ টাকা, গত সপ্তাহে যা বিক্রি হয়েছে ২৫ টাকা। অন্যান্য শাকের বাজার রয়েছে স্থিতিশীল। পালংশাক ২৫ টাকা, কুমড়ার শাক ৩০ থেকে ৪০ টাকা, পুঁইশাক ৩০ টাকায় বিক্রি হচ্ছে। 

এদিকে সোনালী মুরগির দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে ব্রয়লার ও দেশি মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগী ১৪০ টাকা, যা গতসপ্তাহে বিক্রয় হয়েছে ১২০ থেকে ১২৫ টাকায়। দেশি মুরগি দাম ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০০ টাকায়। সোনালী মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ২২০ টাকায়। গরুর মাংস ৭৫০ থেকে ৭৭০ টাকায় বিক্রি হচ্ছে। আর খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে ৮২০ থেকে ৮৫০ টাকা।

চাকুরিজীবী আরমান হোসেন বলেন, গত সপ্তাহের তুলনায় আজকের বাজার বেশ উর্ধ্বমুখী। মানুষের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। দাম বাড়ায় অনেক গরিবের বেহাল অবস্থা হবে। আমরা তো কোনভাবে খেয়ে বেঁচে আছি।

সবজির বাজারের এমন অবস্থায় ছাদ কৃষির পরিকল্পনা জানালেন কাজীর দেওড়ি বাজারে আসা নিখিল দত্ত নামে এক ক্রেতা। তিনি বলেন, এ পরিস্থিতিতে ছাদ বাগানের কোন বিকল্প নেই। বাজারে আসলে সবজির দাম আর মাংসের দাম একই মনে হয়।


সিভয়স/আরএস

আরও পড়ুন

মাস্ক না পরে ঘোরাঘুরি, ১১৭ জনকে জরিমানা

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেলেও সামাজিক দূরত্ব ও বিস্তারিত

এবার কমিউনিটি সেন্টারে ম্যাজিস্ট্রেট

করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক পরাতে ও স্বাস্থ্যবিধি মানাতে এবার বিস্তারিত

বীরকন্যার জন্মদিনে মুক্তি পেতে পারে ‘ভালোবাসা প্রীতিলতা’

ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা চট্টগ্রামের পটিয়ার মেয়ে প্রীতিলতার বিস্তারিত

কমছে সবজির দাম, স্থিতিশীল নিত্যপণ্য ও মাংসের বাজার

চট্টগ্রামে ধীরে ধীরে কমতে শুরু করেছে সবজির বাজার। কমেছে সব ধরনের মাছের বিস্তারিত

চট্টগ্রাম থেকে ভাসানচরে রোহিঙ্গাদের জাহাজ যাত্রা

কক্সবাজারের উখিয়া থেকে নিয়ে আসা রোহিঙ্গাদের প্রথম দলটি চট্টগ্রাম থেকে বিস্তারিত

চট্টগ্রামে ২৬ হাজার ছাড়াল করোনা আক্রান্ত

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ বিস্তারিত

ফ্লাইওভারে আটকে ছিল কিশোর, মধ্যরাতে উদ্ধার

নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে ১৫ বছরের এক কিশোর আটকা বিস্তারিত

হোটেলে দেহ ব্যবসা, পুলিশের অভিযানে আটক ১৫

নগরীর চান্দগাঁও থানার অদূরেই গোপনে হোটেল ব্যবসার নামে চলছিল রমরমা দেহ বিস্তারিত

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ৪৪৫ জনকে জরিমানা

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ রোধে চট্টগ্রাম, কুমিল্লা ও লাকসাম স্টেশনে একযোগে বিস্তারিত

সর্বশেষ

মাস্ক না পরে ঘোরাঘুরি, ১১৭ জনকে জরিমানা

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেলেও সামাজিক দূরত্ব ও বিস্তারিত

ট্রেনে কাটা পড়ে ভাই-বোনের মৃত্যু

ছুটির দিনে মিরসরাই উপজেলার বাওয়াছড়া লেকে বেড়াতে গিয়ে বাড়ি ফেরার পথে বিস্তারিত

৯ মাস পর ‘পিতার গৌরবগাঁথা’য় খুললো শিল্পকলা

দেশে করোনাভাইরাস সংক্রমণের শুরুতেই বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রাম শিল্পকলা বিস্তারিত

তর সইছে না রেজাউলের, পরিস্থিতি দেখছেন শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) স্থগিত নির্বাচন ঘিরে মাঠের লড়াইয়ে ফের সরব বিস্তারিত

সর্বস্বত্ত্ব সংরক্ষিত, এই ওয়েব সাইটের যেকোন লিখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনি

close image