Cvoice24.com


চট্টগ্রাম বন্দর পরিদর্শনে সৌদি প্রতিষ্ঠান

প্রকাশিত: ১৮:১৫, ২২ অক্টোবর ২০২০
চট্টগ্রাম বন্দর পরিদর্শনে সৌদি প্রতিষ্ঠান

নগরীর সাগরিকাস্থ বে টার্মিনাল নির্মাণের লক্ষ্য নিয়ে সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি) লিমিটেডের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম বন্দরে আসেন। 

গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় আরএসজেটি’র সহযোগী পরিচালক (গ্লোবাল ইনভেস্টমেন্ট) হাসান আল তাহাতের নেতৃত্বে প্রতিনিধি দলটি আসেন।

বন্দর সূত্রে জানা যায়, প্রতিনিধি দলটি সকাল ১০টায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে। এসময় তারা বে-টার্মিনালসহ চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরো গতিশীল করা প্রসঙ্গে আলোচনা করেন। এরপরে তারা পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল (পিসিটি) পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা আবার বন্দর ভবনে ফিরে আসেন। 


আরো জানা যায়, প্রতিনিধি দলটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রক্রিয়ায় তারা বে টার্মিনালেও কাজ করতে চায়। বে-টার্মিনালে বিনিয়োগ করে তারা অভ্যন্তরীণ নৌ রুটে কন্টেনার পরিবহনে গতিশীলতা তৈরি করার আগ্রহ দেখিয়েছে। টার্মিনালটির আধুনিকায়নের পাশাপাশি কন্টেনার হ্যান্ডলিং এর প্রয়োজনীয় বিভিন্ন ইক্যুইপমেন্ট সংগ্রহের কথাও বলেছে প্রতিষ্ঠানটি। তবে আরএসজিটি ছাড়াও বে টার্মিনালের ব্যাপারে বিশ্বখ্যাত আরো কয়েকটি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে।

সেগুলো হল- সিঙ্গাপুর পোর্ট অথরিটি (পিএসএ), সংযুক্ত আরব আমিরাতের দুবাই পোর্ট ওয়ার্ল্ড (ডিপি ওয়ার্ল্ড), ভারতের আদানি পোর্ট, সাংহাই পোর্টসহ শহরের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান চায়না মার্চেন্টস স্পোর্ট হোল্ডিং কোম্পানি লিমিটেড এবং দক্ষিণ কোরিয়ার হুন্দাই গ্রুপ। 

নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, সরকারের শীর্ষ পর্যায় থেকে সৌদি আরবের এই আগ্রহকে বেশ গুরুত্ব দেয়া হচ্ছে।


সিভয়েস/এসবি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়