Cvoice24.com


এবার দ্বন্দ্ব নাজিরহাট মাদ্রাসায়, চলছে উত্তেজনা

প্রকাশিত: ১২:০৫, ২৪ অক্টোবর ২০২০
এবার দ্বন্দ্ব নাজিরহাট মাদ্রাসায়, চলছে উত্তেজনা

ফটিকছড়ির নাজিরহাট 'আল জামিয়াতুল আরাবিয়া নছিরুল ইসলাম' মাদ্রাসায় মুহতামিমের পদ নিয়ে দ্বন্দ্বের জেরে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

মাদ্রাসার ছাত্র শিক্ষক ও এলাকাবাসীর ব্যানারে মওলানা সলিমউল্লার পক্ষে  আয়োজিত একটি সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে শনিবার (২৪ অক্টোবর) দুপুর থেকে ছাত্রদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এসময় ছাত্রদের মধ্যে পাল্টাপাল্টি শ্লোগান দিতে থাকে এবং ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটে। পরে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

এদিকে যেকোন ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সজাগ রয়েছে জেলা পুলিশের বিশেষ টিম।

জানা গেছে, ,নাজিরহাট বড় মাদ্রাসার মুহতামিমের পদ নিয়ে দীর্ঘদিন ধরে মাদ্রসার দুটি দু পক্ষের দ্বন্দ চলছে। একটি পক্ষ মাদ্রাসার মওলানা সলিমউল্লাহকে এবং আরেকটি পক্ষ  নাজিরহাট মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত আমীর মুফতি হাবিবুর রহমান কাসেমীকে
মুহতামীম পদে চায়।

মুহতামিম পদ নিয়ে সৃষ্ট এ দ্বন্দ্ব মেটাতে ফটিকছড়ির সাংসদ আলহাজ্ব  সৈয়দ নজরুল বশর মাইজভান্ডারী আগামী ২৬ অক্টোবর শুরা কমিটির বৈঠক ডেকেছেন।  বৈঠকেই মজলিশে শুরার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী  সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন সাংসদ সৈয়দ নজরুল বশর মাইজভান্ডারী।

ফটিকছড়ি প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়