Cvoice24.com


'সম্প্রীতির উপর বৈশ্বিক মর্যাদা ও বিশ্ব বাণিজ্য নির্ভরশীল'

প্রকাশিত: ০৫:৩৯, ২৬ অক্টোবর ২০২০
'সম্প্রীতির উপর বৈশ্বিক মর্যাদা ও বিশ্ব বাণিজ্য নির্ভরশীল'

'সাম্প্রদায়িক সম্প্রীতির উপর বৈশ্বিক মর্যাদা ও বিশ্ব বাণিজ্য অনেকাংশেই নির্ভর করে। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের মাঝে প্রশংসাযোগ্য। কোনো অপশক্তিই যাতে সম্প্রীতির বন্ধন ছিন্ন করতে না পারে সেজন্য সবাইকে সচেতন থেকে এগিয়ে যেতে হবে।'  বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য রিয়াজ হায়দার চৌধুরী গতকাল রবিবার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা জ্ঞাপনকালে এসব কথা বলেন। 

মহানবমীর রাতে চট্টগ্রাম নাগরিক উদ্যোগের এই আহ্বায়ক চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের নিয়ন্ত্রণাধীন জেএমসেন হলস্হ প্রধান মণ্ডপসহ একাধিক মণ্ডপ পরিদর্শন করেন। এসময় তাঁকে স্বাগত জানান মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার, সাধারণ সম্পাদক শ্রীপ্রকাশ দাশ অসিত। 

অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক লায়ন আশীষ ভট্টাচার্য, অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, রানা বিশ্বাস, সুমন দেবনাথ, রত্নাকর দাশ টুনু, পরিষদের যুগ্ম সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, মিথুন মল্লিক, এডভোকেট নটু চৌধুরী, প্রচার সম্পাদক এড. টিপু শীল জয়দেব, শিক্ষা ও গবেষণা সম্পাদক সুকান্ত মহাজন, সদস্য সাজু চৌধুরী, অসীক দত্ত, অয়ন দে, রিপন সেন প্রমুখ । 

এসময় বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন মো. জামাল উদ্দিন, ডা. সাবিনা সুমি , তাহমিনা আক্তার, স্বেচ্ছাসেবক সাইফুল ইসলাম, ওমর ফারুক, প্রশান্ত দেবনাথ, মং চা তুয়াই মার্মা, রুম্পা প্রমুখ।       
 

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়