Cvoice24.com


১০ আলু বেপারীকে লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৮:২৬, ২৭ অক্টোবর ২০২০
১০ আলু বেপারীকে লাখ টাকা জরিমানা

সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি না করায় চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি কাঁচাবাজার রিয়াজউদ্দিন বাজারের ১০ জন আড়তদারকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা প্রশাসন কর্তৃক এ অভিযান পরিচালিত হয়। এ অভিযানটির নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।

তিনি বলেন, আজ সকাল ৯টায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত রিয়াজউদ্দিন বাজারে অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ও সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি না করায় ১০ আড়তদারকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

-সিভয়েস/এসবি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়