Cvoice24.com


ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তি, চুয়েট শিক্ষার্থী বহিস্কার

প্রকাশিত: ১০:১২, ৩০ অক্টোবর ২০২০
ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তি, চুয়েট শিক্ষার্থী বহিস্কার

ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে রায়হান রোমান নামে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এক শিক্ষার্থীকে বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  স্টুডেন্ট ডিসিপ্লিনারি কমিটির সভায় সিদ্ধান্তের পর একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় বিষয়টি অনুমোদন হয়েছে।

বহিষ্কৃত রায়হান রোমান চুয়েটের কম্পিউটার প্রকৌশল বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিষয়টি নিয়ে বৈঠকে বসে চুয়েটের স্টুডেন্ট ডিসিপ্লিনারি কমিটি। সভায় শিক্ষার্থী রায়হানকে সাময়িক বহিষ্কারের জন্য সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত নিয়ে শুক্রবার সকালে চুয়েটের একাডেমিক কাউন্সিলের জরুরি সভা আহ্বান করা হয়। এতে সর্বসম্মতিক্রমে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২৫ অক্টোবর মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন রায়হান রোমান। এতে মহানবীর অবমাননার পাশাপাশি ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেন চুয়েটের সাবেক ও বর্তমান কয়েকজন শিক্ষার্থী।

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়