Cvoice24.com


'প্রেস ক্লাবের প্রধান দায়িত্ব সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করা'

প্রকাশিত: ১৬:৪০, ৩০ অক্টোবর ২০২০
'প্রেস ক্লাবের প্রধান দায়িত্ব সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করা'

দিনব্যাপী মিরসরাই প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা, পুনর্মিলনী, মোড়ক উন্মোচন ও ওয়েবসাইট উদ্বোধন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা সদরের পার্ক ইন রেস্টুরেন্টে বার্ষিক সাধারণ সভার মধ্য দিয়ে দিনব্যাপী চলা কর্মসূচীর প্রথম অধিবেশন শুরু হয়। 

পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংবাদ সংস্থা ইউএনবি’র সম্পাদক মাহফুজুর রহমান বলেন, ‘উপজেলা পর্যায়ে একটি প্রেস ক্লাবের প্রধান দায়িত্ব হচ্ছে সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করা। এটি করতে পারলে আজকের বাস্তবতায় সাংবাদিকদের যে চ্যালেঞ্জ তা মোকাবেলা করা সম্ভব হবে।’ 

সংগঠনের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুর সঞ্চালনায় ও সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট কথা সাহিত্যিক আব্দুল কাইয়ুম নিজামী। 

এসময় অনুষ্ঠান উপলক্ষ্যে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন ও মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ ওয়েব সাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা।

পূনর্মিলনীতে বক্তারা আরও বলেন, ‘সাংবাদিকদের পরিবেশিত সংবাদ বস্তুনিষ্ঠ ও শতভাগ সত্য হতে হবে। তবেই জনগণ তা গ্রহণ করবে। সংবাদ যদি এক পেশে হয়, সংবাদের যদি কোন ভিত্তি না থাকে তাহলে জনগণ তা গ্রহণ করবে না। মফস্বল সাংবাদিকরা অনেক সংকট ও নিরাপত্তা ছাড়া সাংবাদিকতা করেন। সংবাদপত্র যদি সমাজের দর্পন হয়ে থাকে তাহলে সাংবাদিকরা হলো সংবাদের দর্পন।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লাবের দাতা সদস্য শাহীদুল ইসলাম চৌধুরী, ক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মুহাম্মদ নিজাম উদ্দিন, দাতা সদস্য নুরুল আলম, মো. শেখ সেলিম,  ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, ক্লাবের কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ জয়নাল আবেদীন।

আলোচনা সভা শেষে মিরসরাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, আজীবন ও দাতা সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। 

সকালের অধিবেশনে ক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুর সঞ্চালনায় সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় ক্লাবের ২০১৯ সালের জুন থেকে ২০২০ সালের সেপ্টেম্বর মাসের আর্থিক হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ।
                                                                                                                                    এসময় বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা মুহাম্মদ নিজাম উদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্য সচিব মো. নুর নবী আজাদ, প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিম উদ্দিন, শাহাদাৎ হোসেন পারভেজ, বোরহান উদ্দিন জাফর, সাধারণ সদস্য মাসুদ ফেরদৌস কবির। 

সাধারণ সভায় ক্লাবের গঠনতন্ত্রের তৃতীয় সংশোধনী খসড়া প্রস্তাব উপস্থাপন করেন সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু। পরবর্তীতে উপস্থিত সদস্যদের মুক্ত আলোচনার মাধ্যমে তৃতীয় সংশোধনী কণ্ঠভোটে পাশ হয়।

সাধারণ সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা আহ্বায়ক মুহাম্মদ নিজাম উদ্দিন, সদস্য সচিব মো. নুরুন নবী আজাদ, সদস্য বোরহান উদ্দিন জাফর, সেলিম উদ্দিন, শারফুদ্দীন কাশ্মীর, হেদায়েত উল্ল্যাহ চৌধুরী, কামাল উদ্দিন বিটু, শাহাদাৎ হোসেন পারভেজ, ওয়াজি উল্ল্যাহ, উজ্জ্বল দাশ, মীর হোসেন, কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি সাইফুল হক সিরাজী, শাহাদাৎ হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন, আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক আজিজ আজহার, সাহিত্য সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, সাংস্কৃতিক সম্পাদক বাবলু দে, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাদমান সময়, ক্রীড়া সম্পাদক ফিরোজ মাহমুদ, দপ্তর সম্পাদক শাহ আব্দুল্লাহ আল রাহাত, সহ দপ্তর সম্পাদক ইকবাল হোসেন জীবন, প্রকাশনা সম্পাদক সৈয়দ আজমল হোসেন, কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ জয়নাল আবেদীন, আশরাফ উদ্দিন,  সাধারণ পরিষদের সদস্য মাসুদ ফেরদৌস কবির, রিগান উদ্দিন, সাফায়েত মেহেদী প্রমুখ।

মিরসরাই প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়