Cvoice24.com


নিজেদের অনুষ্ঠানেই উর্ধ্বতন কর্মকর্তাদের গা-ছাড়া ভাব!

প্রকাশিত: ০৮:৪২, ৩১ অক্টোবর ২০২০
নিজেদের অনুষ্ঠানেই উর্ধ্বতন কর্মকর্তাদের গা-ছাড়া ভাব!

ছবিঃ সিভয়েস

মুজিবর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং ডে‘তে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করার কথা থাকলেও উপস্থিত ছিলেন না চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (এডমিন এন্ড ফিন্যান্স) মো. ইকবাল হোসেন। এছাড়াও জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হকও তড়িঘড়ি করে সভাপতির বক্তব্য দিয়েই জরুরি কাজ আছে বলে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন।  

আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে নগরীর আগ্রাবাদ এলাকার চট্টগ্রাম জেলা পুলিশের সিভিক সেন্টারে পুলিশিং ডে অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে জেলা আওতাধীন সব থানা গুলোতে পালিত হচ্ছে কমিউনিটি পুলিশিং ডে। 

'কমিউনিটি পুলিশিং ডে' অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার (এসএএফ) শামসুল আরেফিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) মো. ইকবাল হোসেন। কিন্তু অনুষ্ঠানের শুরুতে জানানো হয় গুরুত্বপূর্ণ কাজে তিনি নোয়াখালিতে গেছেন। সেই কারণে তিনি উপস্থিত থাকতে পারেনি।

অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (চট্টগ্রাম দক্ষিণ) আফরুজুল হক টুটুল। তারপরই সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশিং এর সভাপতি এম এ মোতালেব বক্তব্য দেওয়ার পর পরই সভাপতির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক। তিনিও বক্তব্য দিয়েই জরুরি কাজ আছে বলে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন।  

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে নিরলসভাবে কাজ করে সমাজের মানুষকে নিরাপত্তা, আইনি সহায়তা ও সেবা দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বিশেষ অবদান রাখা যাবে বলে আমরা মনে করি। বর্তমান সময়ে ধর্ষণের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। বিভিন্ন ধরণের অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 

জেলায় কমিউনিটি পুলিশিং কার্যক্রমের ফলে সেবা প্রদানকারীদের মধ্যে দূরত্ব কমে ঘনিষ্ঠতা বাড়ছে বলে জেলা পুলিশের তথ্যে উঠে এসেছে। পাশাপাশি সরকারি সেবা জনগণের দোরগড়ায়  দ্রুত সময়ে পৌঁছে দেওয়ার ফলে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে এবং সরকারি কর্মকর্তাদের প্রতি জনসাধারণের আস্থা বেড়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তারা। 

সভায় চট্টগ্রাম জেলা কমিউনিটি পুলিশিং এ অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে সীতাকুণ্ড থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আলাউদ্দিন সাবেরী ও জেলা কমিউনিটি পুলিশিং অফিসার এস আই (উপ-পরির্দশক) ফখরুদ্দিন আল রাজিবকে পুরুস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

অনুষ্ঠানে জেলা কমিউনিটি পুলিশিং এর ভারপ্রাপ্ত সভাপতি সাধনময় ভট্টাচার্য, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ফরিদ, হাটহাজারী থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি অধ্যক্ষ এস এম নুরুল হুদা, মীরসরাই থানা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক প্রফেসর নাসির উদ্দিন, সুশীল সমাজের প্রতিনিধি নির্মল কান্তি দাশ, জেলার আওতাধীন বিভিন্ন থানার ওসি (তদন্ত), উপ-পরির্দশক (এস আই) সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

-সিভয়েস/এমএন/এমএম

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়