Cvoice24.com


চট্টগ্রামের নদীবন্দরে ১নম্বর সতর্কতা

প্রকাশিত: ১২:০৪, ৩১ অক্টোবর ২০২০
চট্টগ্রামের নদীবন্দরে ১নম্বর সতর্কতা

চট্টগ্রামের  আকাশ সকাল থেকেই মেঘলা। কোথাও কোথাও হয়েছে দু'এক পশলা বৃষ্টি। বইছে দমকা বাতাস। চট্টগ্রামে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে আকাশ মেঘলা থেকে মেঘাছন্ন থাকতে পারে। 

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে আবহাওয়ার এক পূর্বাভাস বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। 


এদিকে চট্টগ্রাম সমুদ্র বন্দরে কোন সংকেত নেই।  তবে চট্টগ্রামের নদীবন্দরগুলোতে ১ নং নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ ও পূর্বাভাস কর্মকর্তা ড. মুহাম্মদ শহীদুল ইসলাম জানান, উত্তর ও উত্তর পূর্বদিক থেকে  ঘন্টায় ৮ থেকে ১৫ কি. মি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে। যা দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে অস্থায়ী দমকা হাওয়া আকারে ৩০ থেকে ৩৫ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।


আবহাওয়ার ওই পূর্বাভাসে বলা হচ্ছে,  গত ২৪ ঘন্টায় অর্থাৎ শনিবার (৩১ অক্টোবর) বিকাল ৩টা পর্যন্ত চট্টগ্রামে ২৬.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তাছাড়া আগামী ২৪ ঘন্টায় চট্টগ্রামের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকাসহ বৃষ্টি, বজ্রবৃষ্টি হতে পারে। তবে আগামী ২৪ ঘন্টায় আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। 


এপি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়