Cvoice24.com


‘গণতন্ত্র নিয়ে কথা বলার অধিকার আওয়ামী লীগের নেই’

প্রকাশিত: ১২:২৯, ৩১ অক্টোবর ২০২০
‘গণতন্ত্র নিয়ে কথা বলার অধিকার আওয়ামী লীগের নেই’

আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার ছিনিয়ে নেয়, তাদের গণতন্ত্র নিয়ে কথা বলার কোন অধিকার নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চসিক মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে দক্ষিণ কাট্টলী ওয়ার্ড বিএনপির উদ্যোগে কাজীর দিঘী মোড়ে করোনার সুরক্ষা সামগ্রী বিতরণ ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

তিনি বলেন, বর্তমান সরকার সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন। তাদের কোনো দায়িত্বশীলতা নেই। প্রতিটি ক্ষেত্রে তারা মিথ্যাচার করছে। বর্তমান সরকারের সময় চারদিকে দুর্নীতি ছাড়া আর কিছু দেখা যায় না। তারা হারিয়ে গেছে, তারা দেউলিয়া হয়ে গেছে বলেই আজকে তারা বন্দুক পিস্তল দিয়ে গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে।

তিনি বলেন, আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু করুন। তখন দেখা যাবে আপনারা কোথায় কে টিকে আছেন, কোথায় কি জনগণের দরদি হয়ে গেছেন । কেন আপনারা ২০১৮ সালে আগের রাতে সব নির্বাচন করে নিয়ে চলে গেলেন? কেন ২০১৪ সালের নির্বাচনে কোনো দলই অংশগ্রহণ করল না? ১৫৪ জনকে অগ্রিম নির্বাচিত ঘোষণা করে দিয়ে আপনারা জনবিচ্ছিন্ন একটা সরকার প্রতিষ্ঠা করলেন?

তিনি বলেন, এই অবস্থার শেষ হবে, শেষ হতে বাধ্য। বাংলাদেশের জনগণ কোনো দিনই পরাধীনতা মেনে তাদের অধিকারকে হারিয়ে তারা নিশ্চুপ থাকেনি। হয়তো সময় লেগেছে কিন্তু সেই সময়ের অবসান হয়েছে।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, সরকার একদলীয় শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে সরাসরি পুলিশ বাহিনী নিয়ে তৃণমূলে চলে গেছে। দেশে নির্বাচনী ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। এ জন্য সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন ও সরকার দায়ী। নির্বাচন কমিশন শুধু ব্যর্থই নয়, তাদের যোগ্যতাই নেই। আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তনে বিশ্বাস করি বলেই নির্বাচনে অংশগ্রহণ করছি। কিন্তু স্থানীয় সরকার ও উপ-নির্বাচনগুলোতে আবারও প্রমাণ হলো আওয়ামী লীগ বা দলীয় সরকারের অধীনে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি অনুযায়ী কখনই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

দক্ষিণ কাট্টলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হাজী মো. সাইফুল আলমের সভাপতিত্বে সদস্য সচিব মো.. শফিউল্লাহর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক মন্জুর আলম চৌধুরী মঞ্জু, মো. কামরুল ইসলাম, পাহাড়তলী থানা বিএনপির সভাপতি হাজী বাবুল হক, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন জিয়া।

বক্তব্য রাখে চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী, সহ যুব বিষয়ক সম্পাদক আজাদ বাঙ্গালী, মহিলা কাউন্সিলর প্রার্থী ও নগর বিএনপির সদস্য জেসমিনা খানম, আখি সুলতানা, উত্তর পাহাড়তলি ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, কাউন্সিলর প্রার্থী সোহরাব হোসেন শাহীন, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুন্না, নুর সেলিম বাঙ্গালী, মহিলাদল নেত্রী খালেদা বোরহান, জাহানারা বেগম, শামসুন্নাহার প্রেমা, ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক কামাল উদ্দীন, মাসুম ভূইয়া, আবদুর জাহের রাজু, ওয়াকিল আহমেদ রমজান, নগর যুবদল নেতা মো. আলী, মো. ইয়াসিন, মিজানুর রহমান দুলাল, মো. হোসেন, শ্রমিকদল নেতা সৈয়দ আলমগীর, মো. আলাউদ্দিন, নগর স্বেচ্ছাসেবকদল নেতা দেলোয়ার হোসেন, জাকির হোসেন, মো. এরশাদ, নগর ছাত্রদল নেতা রাজিব ধর তমাল, জহির উদ্দীন বাবর, ওমর কাইয়ুম প্রমুখ।

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়