Cvoice24.com


গোলাম সারোয়ারকে উদ্ধারে দক্ষিণ চট্টগ্রামের সাংবাদিকদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

প্রকাশিত: ১২:৩৪, ৩১ অক্টোবর ২০২০
গোলাম সারোয়ারকে উদ্ধারে দক্ষিণ চট্টগ্রামের সাংবাদিকদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

চট্টগ্রামে নিখোঁজ সাংবাদিক গোলাম সারোয়ারকে উদ্ধারে প্রশাসনকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে দক্ষিণ চট্টগ্রামের সাংবাদিকেরা।
শনিবার (৩১ অক্টোবর) চন্দনাইশে আয়োজিত একটি মানববন্ধন থেকে এ আল্টিমেটাম দেয়া দেয়া হয়।

চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন, পটিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, প্রথম আলো চন্দনাইশ প্রতিনিধি আবদুর রাজ্জাক, নয়া দিগন্ত প্রতিনিধি এসএম রহমান।

চন্দনাইশ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি চেয়ারম্যান হাবিবুর রহমান, পৌর আ’লীগের আহবায়ক এম কায়সার উদ্দীন চৌধুরী, উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আকতার আলম, মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি মো. মোজাম্মেল হক, আনোয়ার হোসেন। সংগঠনের সাংগঠনিক চন্দনাইশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ। আলোচনায় অংশ নেন চেয়ারম্যান আহমদুর রহমান ভেট্টা, আ’লীগ নেতা ফরিদুল আলম চৌধুরী, ওসমান গণি, সৈকত দাশ ইমন, এমএ হামিদ, মো. নাসির উদ্দীন, কামরুল ইসলাম, ফয়সাল চৌধুরী, আজিমুশ শানুল হক দস্তগীর, আরাফাত হোসেন, জাকের হোসেন, তৌফিকুল আলম, মাসুদ পারভেজ, আ’লীগ নেতা এম মোরশেদ চৌধুরী, আবদুল জলিল, ফয়জুল আজিম, মোনায়েম খান, হারুনুর রশিদ, যুবনেতা এনামুল হকসহ বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষ।

চন্দনাইশ প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়