Cvoice24.com


কক্সবাজারে হবে ১৯৮ কোটি টাকার শুটকি কারখানা

প্রকাশিত: ০৯:৪৭, ৩ নভেম্বর ২০২০
কক্সবাজারে হবে ১৯৮ কোটি টাকার শুটকি কারখানা

কক্সবাজারের খুরুশকুলে শুটকি কারখানা করতে ১৯৮ কোটি ৭৯ লাখ টাকার একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত একনেকের সভায় এটি অনুমোদিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, এ প্রকল্পের অধীনে ২ হাজার ৫০০ বর্গমিটার আয়তনের অবতরণ শেড নির্মাণ করা হবে। এক হাজার ৮৬০ বর্গমিটার আয়তনের ৪ তলা বিশিষ্ট ল্যাব, অফিস, প্রশিক্ষণ কেন্দ্র কাম ডরমেটরি নির্মাণ করা হবে। দুটি ওয়ে ব্রিজ এবং তিনটি পন্টুন গ্যাংওয়ে তৈরি করা হবে।

এছাড়াও ৩৫০টি গ্রিন হাউজ মেকানিক্যাল ড্রায়ার এবং ৩০টি মেকানিক্যাল ড্রায়ারের পাশাপাশি প্যাকেজিং ফ্যাক্টরি ও ৩৬টি শুঁটকি বিক্রয় কেন্দ্রও স্থাপন করা হবে।  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে নেওয়া এই প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন।

প্রকল্পটি বাস্তবায়ন হলে খুরুশকুল এলাকায় সাড়ে চার হাজার জেলে পরিবারের কর্মসংস্থানের পাশাপাশি মাছের অপচয় হ্রাস পাবে। কারখানাটিতে প্রায় ১৪ হাজার টন মানসম্পন্ন শুঁটকিমাছ উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ করা যাবে।

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়