Cvoice24.com


বন্দর চেয়ারম্যানকে বাফার সম্মাননা

প্রকাশিত: ১৫:২৭, ৫ নভেম্বর ২০২০
বন্দর চেয়ারম্যানকে বাফার সম্মাননা

সারাবিশ্ব যখন করোনা সংক্রমণের ভয়ে গৃহবন্দী তখনও থেমে থাকেনি চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। তাই বন্দরে হয়নি কোনো ধরনের কনটেইনার বা জাহাজের জট। এ বিশেষ অবদানের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদকে ক্রেস্ট দিয়ে সম্মাননা দিয়েছে বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডাস অ্যাসোসিয়েশন (বাফা)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বন্দর ভবনে চবকের চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন বাফা’র সভাপতি কবির আহমেদ।

এ সময় বাফা’র নেতারা জানান, করোনাকালে একদিনের জন্যও চট্টগ্রাম বন্দর বন্ধ থাকেনি। বন্দরের কর্মকর্তা-কর্মচারীরাসহ সবাই নিরবচ্ছিন্নভাবে পণ্য আমদানি–রফতানিতে সেবা দিয়েছে। এতে পণ্য পরিবহনে যে শঙ্কা ছিল তা কেটে গেছে। আগামী দিনেও যাতে পণ্য পরিবহনে সেবার মান অব্যাহত থাকে সেজন্য বন্দর চেয়ারম্যানকে অনুরোধ জানান তারা।

এ সময় বাফা’র জ্যেষ্ঠ সহ-সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী মিজান, সহ-সভাপতি অমিয় শংকর বর্মণ ও পরিচালক খায়রুল আলম সুজন উপস্থিত ছিলেন।

সিভয়েস/এসবি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়