Cvoice24.com


পাহাড় কেটে দণ্ডিত মিরসরাইয়ের ২ ইটভাটা

প্রকাশিত: ১৪:০১, ৯ নভেম্বর ২০২০
পাহাড় কেটে দণ্ডিত মিরসরাইয়ের ২ ইটভাটা

পাহাড় কাটার দায়ে মিরসরাইয়ের মস্তাননগর ব্রিক্স, গুলনাহার ব্রিক্সসহ  ৫ প্রতিষ্ঠানকে ১৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। 

সোমবার (৯  নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল পরিচালক মােহাম্মদ মােয়াজ্জম হােসাইন এ তথ্য জানান। 

পরিবেশ অধিদপ্তর পরিচালক মােহাম্মদ মােয়াজ্জম হােসাইন জানান, পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর ধারা-৭ এর আলােকে পাহাড় কাটার দায়ে মিরসরাইয়ের মেসার্স মস্তাননগর ব্রিক্সকে ৪ লাখ টাকা, একই এলাকার মেসার্স গুলনাহার ব্রিক্সকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। 

অন্যদিকে পরিবেশগত ছাড়পত্র না থাকায় কক্সবাজার কলাতলীর আর এফ ওয়ার্ল্ড বিচ রিসোর্ট লিমিটেডকে ৫ লাখ টাকা, পাহাড় কাটার দায়ে সদরের আবুল কালাম ও মমতাজ বেগমকে ৬০ হাজার টাকা ও একই অপরাধে রামুর শ্রী জৈতী সেন ভান্তেকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আদেশ প্রতিপালনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পরিচালক মােহাম্মদ মােয়াজ্জম হােসাইন।

-সিভয়েস/আরএস

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়