Cvoice24.com


চবির ক্লাস-পরীক্ষার সিদ্ধান্ত ১৫ নভেম্বর

প্রকাশিত: ১৫:৪৮, ১১ নভেম্বর ২০২০
চবির ক্লাস-পরীক্ষার সিদ্ধান্ত ১৫ নভেম্বর

করোনা ভাইরাসের কারণে স্থগিত থাকা বিভিন্ন বিভাগ ও অনুষদের পরীক্ষার নেওয়ার বিষয়ে আলোচনা করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। আগামী রবিবার (১৫ নভেম্বর) একাডেমিক কাউন্সিলের সভায় এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেয়া হতে পারে। 

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি সিভয়েসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান।  

অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, একাডেমিক কাউন্সিলের সভা ছাড়া পরীক্ষার বিষয়ে সিন্ধান্ত নেয়া যায় না। তাই আগামী ১৫ নভেম্বর একাডেমিক কাউন্সিল সভা ডাকা হয়েছে। সেখানে পরীক্ষা-ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। 

তিনি বলেন, এক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির চূড়ান্ত পরীক্ষাগুলো অগ্রাধিকার দেয়া হবে। পর্যায়ক্রমে অন্যান্য পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আর যেহেতু অনলাইনে পুরোদমে ক্লাস চলছে, আশা করছি ক্যাম্পাস খুললে সব বিভাগে পরীক্ষা নেওয়া যাবে।

প্রসঙ্গত, করোনা সংকটে সাধারণ ছুটি ঘোষণার আগে বিভিন্ন বিভাগের ক্লাস পরীক্ষা চলমান ছিল। এর মধ্যে বেশিরভাগ বিভাগ সম্পূর্ণ পরীক্ষা শেষ করলেও কিছু বিভাগ অর্ধেক পরীক্ষা শেষ করে আটকে যায়। অনেক বিভাগের শিক্ষার্থী রয়েছেন যারা শুধুমাত্র একটি বা দুটি পরীক্ষা বাকি থাকায় বিভিন্ন চাকুরীর পরীক্ষায় আবেদন করতে পারছেন না। এ নিয়ে ক্যাম্পাসে আন্দোলনও করেছে সাধারণ শিক্ষার্থীরা।
 

চবি প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়