Cvoice24.com


চবির শিক্ষক-কর্মকর্তারা পাবেন গৃহ ঋণ

প্রকাশিত: ১৯:০৭, ১১ নভেম্বর ২০২০
চবির শিক্ষক-কর্মকর্তারা পাবেন গৃহ ঋণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা গৃহ ঋণের আওতায় আসছেন। সম্প্রতি এ নিয়ে হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের সঙ্গে চবির চুক্তি স্বাক্ষর হয়েছে। ফলে শিক্ষকরা সর্বনিম্ন ৩৫ লাখ থেকে সর্বোচ্চ ৭৫ লাখ টাকা পর্যন্ত গৃহ ঋণ নিতে পারবেন। সর্বোচ্চ ২০ বছরের মধ্যে ঋণ পরিশোধ করতে হবে।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রূপালী ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে। 

এই চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তারা রাষ্ট্রের মালিকানাধীন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে গৃহ ঋণ সুবিধা পাবেন। স্বল্প সুদে ঋণ পাওয়ায় তারা আর্থিকভাবে লাভবান হবেন। করোনা পরিস্থিতির কারণে এ কার্যক্রম শুরু করতে কিছুটা বিলম্ব হলেও পর্যায়ক্রমে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে গৃহ ঋণের আওতায় আনা হবে।

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়