Cvoice24.com


পর্যটক নিয়ে ‘কেয়ারি সিন্দাবাদ’ সেন্টমার্টিন যাবে কাল

প্রকাশিত: ১১:৩৮, ১২ নভেম্বর ২০২০
পর্যটক নিয়ে ‘কেয়ারি সিন্দাবাদ’ সেন্টমার্টিন যাবে কাল

টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে কাল শুক্রবার থেকে ফের জাহাজ চলাচল শুরু হবে। এর আগে সাগর উত্তাল থাকায় চলতি বছরের ১৫ মার্চ এ নৌপথে সকল পর্যটকবাহী জাহাজ বন্ধ করে দিয়েছিল প্রশাসন।

আবহাওয়া স্বাভাবিক থাকলে শুক্রবার সকাল থেকে এ রুটে পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদ চলাচল শুরু হওয়ার কথা রয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে পর্যটনের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাজাহান আলি এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। কাগজপত্র যাচাই-বাচাই করে শুধুমাত্র কেয়ারি সিন্দাবাদ নামে একটি জাহাজকে অনুমতি দেওয়া হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চট্টগ্রাম বিভাগের উপপরিচালক নয়ন শীল বলেন, চলতি মৌসুমে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে চলাচলের জন্য দুটি জাহাজে অনুমতি চেয়েছে। তার মধ্যে এমভি কেয়ারি সিন্দাবাদ জাহাজকে গত ১ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর এবং এমভি ফারহান পর্যটকবাহী জাহাজকে ৪ নভেম্বর থেকে আগামী বছরের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। অনুমতি দেওয়ার পরও ঠিক কি কারণে এ নৌরুটে জাহাজ চলাচল এতো দিন শুরু হয়নি সেটা জানা নেই।

কেয়ারি সিন্দাবাদ জাহাজের টেকনাফের ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম বলেন, জেলা প্রশাসকের ছাড়পত্র পেয়েছি, শুক্রবার থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল শুরু করবে। যদিও এর আগে বিআইডব্লিউটিএ ও নৌ-পরিবহন দফতরের ছাড়পত্র পায়। আমরা এখন থেকে দ্বীপে ভ্রমণকারীদের টিকেট বিক্রি শুরু করেছি।

এদিকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতির বিষয়ে এখনো কোন নির্দেশনা হাতে পৌঁছায়নি বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম।

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়