Cvoice24.com


হেফাজতের আমীর হয়ে কক্সবাজারে বাবুনগরী

প্রকাশিত: ১২:২৩, ১৬ নভেম্বর ২০২০
হেফাজতের আমীর হয়ে কক্সবাজারে বাবুনগরী

হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন আমির  নির্বাচিত হওয়ার পর কক্সবাজার সফরে গেছেন দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক হাফেজ আল্লামা জুনায়েদ বাবুনগরী। সোমবার (১৬ নভেম্বর) দুপুরের দিকে তিনি পর্যটন নগরী কক্সবাজারের উদ্যেশে রওনা দিয়েছেন। কক্সবাজারের চাকমারকুল মাদ্রাসায় একটি মাহাফিলে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। 

হেফাজতে ইসলাম বাংলাদেশে নবগঠিত কমিটির প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী সিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন। কক্সবাজারের মাহফিলে জামিয়া পটিয়ার মহা-পরিচালক মুফতি আব্দুল হালিম মুখারীসহ নেফাজতের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। নতুন আমীর নির্বাচিত হওয়ার পর পরই কক্সবাজার যান হেফাজতের সাবেক মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। 

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্টার ১০ বছর পর গত রোববার (১৫ নভেম্বর) প্রথম কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে নতুন আমরী নির্বাচিত হন হেফাজতের প্রতিষ্টাতা আমীর শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির ঘনিষ্ঠ সহচর ও সাবেক মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী ও নতুন মহাসচিব নির্বাচিত হন ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারার মহাপরিচালক আল্লামা নুর হোসাইন কাসেমী। ১৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। 

সিভয়েস/এমএন/এএস

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়