Cvoice24.com


চবি শিক্ষক আনোয়ার করোনায় আক্রান্ত, হয়নি জামিন শুনানি

প্রকাশিত: ১১:৫৮, ১৭ নভেম্বর ২০২০
চবি শিক্ষক আনোয়ার করোনায় আক্রান্ত, হয়নি জামিন শুনানি

বঙ্গবন্ধুকে কটূক্তির মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেনের স্থায়ী জামিন বিষয়ে শুনানি পিছিয়েছে। আগামী ৮ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য্য করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) মহানগর দায়রা জজ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন। শিক্ষক আনোয়ারের পক্ষে তার আইনজীবীর করা একটি আবেদনের প্রেক্ষিতেই আদালত এ শুনানি পিছিয়ে দেন। 

আদালতে করা আবেদনে আইনজীবী উল্লেখ করেন- শিক্ষক আনোয়ার হোসেন মহামারি নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী সিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেন। পিপি বলেন, আগামী শুনানি পর্যন্ত শিক্ষক আনোয়ার হোসেন জামিনে থাকবেন।

এর আগে গত ১০ নভেম্বর গুরুত্বপূর্ণ এ মামলায় উচ্চ আদালতের জামিন শেষ হলে শিক্ষক আনোয়ার মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন করেন। তখন আদালত আজ মঙ্গলবার পর্যন্ত তার জামিন মঙ্জুর করেছিলেন।

আন্তর্জাতিক একটি জার্নালে প্রকাশিত একটি গবেষণা প্রবন্ধে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বিকৃতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কুটূক্তির করার অভিযোগে ২০১৮ সালের ১৭ মে চট্টগ্রামের মহানগর হাকিম আবু সালেম মো. নোমানের আদালতে শিক্ষক আনোয়ার হোসেনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান তানভীর। পরে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের আদেশে অভিযোগটি নগরীর পাচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহ মামলা হিসেবে রেকর্ড হয়।

সিভয়েস/এসএইচ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়