Cvoice24.com


প্রবাসীর স্ত্রীকে মারধর, ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

প্রকাশিত: ১৪:৩৬, ১৭ নভেম্বর ২০২০
প্রবাসীর স্ত্রীকে মারধর, ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

সাতকানিয়া উপজেলার এক প্রবাসীর স্ত্রীকে মারধর, শ্লীলতাহানি, বাড়িতে আসবাবপত্র ভাংচুর, বাড়ি থেকে উচ্ছেদ চেষ্টার মামলায় নজরুল ইসলাম সিকদার নামের জনতা ব্যাংকের এক কর্মকর্তাসহ ৩ জনের বিরুদ্ধে পুলিশের দেয়া অভিযোগত্র গ্রহণ করেছে আদালত। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৫ এর বিচারক জিহান সানজিদা যাচাই-বাছাই শেষে এই অভিযোগপত্র গ্রহণ করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ‘সাতকানিয়া থানার দায়িত্বপ্রাপ্ত জিআরও মো.হানিফ সিভয়েসকে বলেন, নারী নির্যাতনের একটি মামলায় একজন ব্যাংক কর্মকর্তাসহ ৩ জনের বিরুদ্ধে পুলিশের দেয়া অভিযোগপত্রটি গ্রহণ করেছেন আদালত। এছাড়া আদালত আগামী ২৩ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেন।

গত ১৫ আগষ্ট সাতকানিয়া উপজেলার এক প্রবাসীর স্ত্রীকে মারধর, শ্লীলতাহানি, বাড়িতে আসবাবপত্র ভাংচুর, বাড়ি থেকে উচ্ছেদ চেষ্টার অভিযোগ এনে সাতকানিয়া থানায় একটি মামলা করা হয়। মামলায় নগরীর মুরাদপুর শাখার জনতা ব্যাংকে কর্মরত নজরুল ইসলামকে সিকদারসহ তিনজনকে আসামি করা হয়।

-সিভয়েস/এসএইচ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়