Cvoice24.com


৫৪ পেরিয়ে ৫৫ বছরে চবি, ‘এলামনাই এসোসিয়েশন’র আয়োজন

প্রকাশিত: ১০:২৭, ১৮ নভেম্বর ২০২০
৫৪ পেরিয়ে ৫৫ বছরে চবি, ‘এলামনাই এসোসিয়েশন’র আয়োজন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ৫৫ বছরে পদার্পণ করছে আজ বুধবার (১৮ নভেম্বর)। দিনটি ‘বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে উদযাপন করা হয়। আর এ দিবস উপলক্ষে চট্টগ্রাম  বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের আয়োজনে নগরের চারুকলা ইনিস্টিউটে কেক কেটে আলোচনা সভা উদ্বোধন করা হয়।  

চাকসুর সাবেক ভিপি মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং চবি এলামনাই এসোসিয়েশনের দপ্তর সম্পাদক সাইফুদ্দিন সাকী’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

এতে আরও উপস্থিত ছিলেন চবি এলামনাই এসোসিয়েশনের সহ-সভাপতি আবুল কদর, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, শিক্ষা ও গবেষণা সম্পাদক প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহমদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই করোনাভাইরাসে মৃত্যুবরণকারীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এর আগে, বাদে জোহর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মরহুম সকল শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে চট্টেশ্বরী জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  

-সিভয়েস/এইচবি/এমএম

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়