Cvoice24.com


হাটহাজারীতে বেশি দামে পেঁয়াজ বিক্রি, দোকানিকে জরিমানা

প্রকাশিত: ১৫:৪৬, ২০ নভেম্বর ২০২০
হাটহাজারীতে বেশি দামে পেঁয়াজ বিক্রি, দোকানিকে জরিমানা

হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

হাটহাজারীতে বেশি দামে পেঁয়াজ বিক্রয়ের করায় দোকানিকে ১১’শ টাকা  জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রয়ের দায়ে এ জরিমানা করা হয়।

বড় ব্যবসায়ী থেকে শুরু করে খুচরা ব্যবসায়ীরা পেঁয়াজ নিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। বিভিন্ন দোকান ও বাজার গুলোতে কয়েকগুন বেশি দামে বিক্রয় করছে পেঁয়াজ। ৫৮ টাকার পেঁয়াজ বিক্রয় করছে ৮০ টাকায়। 

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন সিভয়েসকে বলেন, ‘একজন ক্রেতা ফোনে জানান- হাটহাজারী বাসস্ট্যান্ডে রাজিব নামের এক মুদী দোকানি ৫৮ টাকায় পেঁয়াজ কিনে ৮০ টাকা একদামে বিক্রি করছেন। তাৎক্ষণিক ছুটে গিয়ে কয়েকটা দোকানে চেক করে দেখি আজকে পেয়াজের পাইকারি ছিল ৫৮ টাকা। তখন দোকানিকে ১১’শ টাকা জরিমানা করা হয়।’

তিনি আরো বলেন, ১,১০০ টাকা জরিমানা করার কারণ হচ্ছে- সে মোট ৫০ কেজি পেঁয়াজ কিনেছে পাইকারি দোকান থেকে। প্রতি কেজিতে সে অতিরিক্ত মুনাফা হিসেবে ২২ টাকা নিচ্ছে। তাই ১১’শ  টাকা জরিমানা করা হয়েছে। বেশি দামে পেঁয়াজসহ যে কোন পণ্য বিক্রয় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

-সিভয়েস/এমএন/এএ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়