Cvoice24.com


ফুটবলার বাদল রায়ের মৃত্যুতে আ জ ম নাছিরের শোক

প্রকাশিত: ১৩:২৭, ২২ নভেম্বর ২০২০
ফুটবলার বাদল রায়ের মৃত্যুতে আ জ ম নাছিরের শোক

আশির দশকে মাঠ কাঁপানো সাবেক তারকা ফুটবলার ও সংগঠক বাদল রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি আ জ ম নাছির উদ্দিন। 

রবিবার (২২ নভেম্বর)) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ শোক জানান তিনি।

বিবৃতিতে আ জ ম নাছির উদ্দীন বাদল রায়ের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, ‌‘বাদল রায় খেলোয়াড় জীবনে দেশের একজন তারকা খেলোয়াড় হিসেবে দেশের ফুটবলে যেমন অবদান রেখেছেন তেমনি পরবর্তীতে সংগঠক অ্যাডভোকেট হিসেবেও দেশের ফুটবলের উন্নয়নে নিরলস কাজ করে গেছেন। তার মৃত্যুতে দেশের ফুটবল তথা ক্রীড়াঙ্গনের বিরাট শূন্যতা সৃষ্টি হবে।’

আজ (রবিবার) বিকেল ৫ টা ৩৫ মিনিটে ধানমণ্ডির বাংলাদেশ মেডিক্যালে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ক্রীড়াঙ্গনের প্রিয়মুখ বাদল রায়। লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েছিল মোহামেডানের বাদল রায় হিসেবে খ্যাতি অর্জন করা দেশের ফুটবলের অন্যতম এ তারকা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়